শৈত্যপ্রবাহ, বৃষ্টি আসন্ন বাংলার বহু জেলায়! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
মাঘের শুরু থেকেই এবার চালিয়ে ব্যাটিং করে চলেছে শীত। একদিকে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পারদের রেকর্ড পতন অবিশ্য়ম্ভাবী বলে খবর আসতে শুরু করেছে। কাশ্মীরে ডাল লেক কার্যত বরফে পরিণত হয়েছে। ক্রমাগত কাশ্মীর জুড়ে বরফপাত শুরু হয়েছে। অন্যদিকে, রাজ্যে হু হু করে ঢুকে চলেছে উত্তুরে হাওয়া। এমন পরিস্থিতিতে রাজ্যের তাপমাত্রার গতিবিধি ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট দেখা যাক একনজরে।


শৈত্যপ্রবাহের সতর্কতা কত দিন!
রাজ্য়ের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপমাত্রা পারদ কবে নামবে, তা নিয়ে মকর সংক্রান্তির আগে থেকেই প্রশ্ন চড়ছিল বাঙালির মধ্যে! এদিকে মাঘের শুরুতেই ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল। আগামী ২ দিন থাকছে এই সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান , মুর্শিদাবাদে জারি সতর্কতা। গত কয়েকদিন তুলনায় ঝুপ করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদও। আর তার হাত ধরেই নামবে প্রবল শীত।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০. ৯ ডিগ্রি। আর তা বর্তমানে ১৪.৫ ডিগ্রিতে আসতে শুরু করে দিল। এই তাপমাত্রা আপাতত স্বাভাবিক বলেই দাবি একাধিক আবহবিদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ। এদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান , মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ অনুভব করা যাবে বলে খবর। সবমিলিয়ে জাঁকিয়ে শীত অনুভব করতে চলেছে রাজ্য।

উত্তরবঙ্গে বৃষ্টি!
এদিকে , জানা গিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ পরিষ্কার থাকলেও, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল কুয়াশার চাদর মুড়বে উত্তরবঙ্গকে। জানা গিয়েছে, রবি ও সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৮ ডিগ্রি
বাঁকুড়া ১১.১ ডিগ্রি
ক্য়ানিং ১৪.৪ ডিগ্রি
কোচবিহার ৮.৭ ডিগ্রি
দার্জিলং ৪.৬ ডিগ্রি
হলদিয়া ১৬.০ ডিগ্রি
দীঘা ১৫.৩ ডিগ্রি
মালদা ১১.০ ডিগ্রি
শ্রীনিকেতন ১০.২ ডিগ্রি