রেকর্ড শীত আসন্ন! উত্তরও দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতিবিধি একনজরে
গত কয়েকদিনে কার্যত শীত উপভোগের স্বপ্ন কাটিয়ে দিয়েছিল বাঙালি। শীতের মধ্যেও উষ্ণতম জানুয়ারি পড়তেই পীঠে পুলির মরশুমে কার্যত নিরাশ হয়েছে বাংলা। এদিকে উত্তরভারত জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে চলেছে বলে খবর। একনজরে দেখা যাক আবহাওয়ার হাল হকিকত।


ঠান্ডা একটু পড়ছে !
মঙ্গলবার থেকে রাজ্যে একটু হলেও তাপমাত্রার কমতি দেখা যাচ্ছে। এমন পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। সেই মতো এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি ছিল। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি ছিল। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর ঘরে ছিল, সেখানেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির আশপাশে।

শৈত্যপ্রবাহ আসন্ন
এদিকে আইএমডি জানিয়েছে, আগামী
৩ দিন উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলবে। এই ৩ জিনই জাঁকিয়ে শীত আসন্ন।জানানো হয়েছে এই শৈত্যপ্রবাহের জেরে উত্তর ভারতে বেশিরভাগ জায়গার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত যেতে পারে।

জারি হলুদ সতর্কতা
প্রবল ঠান্ডার জেরে রাজস্থানে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঠান্ডার দাপট বার্ড ফ্লুয়ের মতো করেই বাড়তে চলেছে উত্তরপ্রদেশে থেকে দিল্লি পর্যন্ত। প্রসঙ্গত এই দুই জায়গা বার্ড ফ্লুয়ে আপাতত বিদ্ধ! এদিকে, কৃষক আন্দোলনের দাপটে থাকা পাঞ্জাব ও হরিয়ানাতেও শীতের তীব্রতা থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪,৩
বালুরঘাট ১১.৬
বাঁকুড়া ২৯.৭
বর্ধমান ১৬.৪
দীঘা১৮২
কৃষ্ণনগর১৪.০
মালদা ১৪.১
শ্রীনিকেতন ১৩.২
বাংলায় এল করোনা ভ্যাকসিন, ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ, জানালেন মুখ্যসচিব