পৌষ সংক্রান্তির আগেই বসন্তের অনুভূতি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
রবিবার সকালের তাপমাত্রা (weather) আরও বাড়ল। তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি। পৌষ সংক্রান্তির আগেই বসন্তের অনুভূতি। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা প্রায় একইরকমের থাকবে বলে জানানো হয়েছে। তারপর থেকে তাপমাত্রা কমলেও তা স্বাভাবিকের থেকে নিচে নামবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সারা দেশে করোনায় মৃত্যুর হার কমল! আক্রান্তে ষষ্ঠ আর মৃত্যুতে চতুর্থস্থানে বাংলা

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পূবালি হাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে বেড়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ফলে শীতল হাওয়ার পথে বাধা পড়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপট বেড়েছে। একইসঙ্গে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা বেড়েছে। ফলে বেলা বাড়লে অস্বস্তিও বাড়বে। মঙ্গলবার থেকে পারদ দু থেকে তিন ডিগ্রি নামলেও, পৌঁষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দু থেকে তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি হ্রাস পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দু থেকে তিন দিনে তা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৩ ( ১৭.৩ )
বালুরঘাট ৯.৮ (৯.৪)
বাঁকুড়া ১৭.৯ (১৭.৮ )
ব্যারাকপুর ১৬.২ (১৫.৮)
বহরমপুর (১০.২)
বর্ধমান ১৮ (১৭ )
ক্যানিং ১৭ ( ১৭.৪)
কোচবিহার ১২.১ (১১)
দার্জিলিং ৫ (৫.৪ )
দিঘা ১৮.৫ (১৭.৭)
কলকাতা ১৯.৬ (১৯.১)
মালদহ ১৬.৮ (১৬.৪ )
পানাগড় ১৫.৪ (১৬.২ )
পুরুলিয়া ১৫ (১৬.৪)
শিলিগুড়ি ১২.৯ (১১.৬ )
শ্রীনিকেতন ১৫.২ (১৫.৫)