নতুন করে হাজির পশ্চিমী ঝঞ্ঝা তাপমাত্রা কমাবে ৪ থেকে ৫ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে
রবিবারের থেকে রাজ্যে প্রায় প্রত্যেক শহরেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে সোমবার। আবহাওয়া দফতরের (weather) পূর্বাভাস, সামনের কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা ফের কমতে পারে (winter) বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।


৭ জানুয়ারি থেকে কমবে উত্তর ভারতের তাপমাত্রা
উত্তর ভারতের কোথাও বৃষ্টি, কোথাও শিলা বৃষ্টি চলছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া চলতে থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু তারপরেও রক্ষা নেই উত্তরভারতবাসীর। কমলা সতর্কতা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ জানুয়ারি থেকে পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তর রাজস্থান, এছাড়াও উত্তর ভারতের কোনও সকোনও জায়গায় অতি শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে। নতুন করে পশ্চিমমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বলেও জানানো হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দেবে।
অন্যদিকে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে এই বঙ্গেও।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী একদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী একদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.২ (১১.৬)
বালুরঘাট ৯.৪ ( ৯.৪)
বাঁকুড়া ১২.৪ (১১.২)
ব্যারাকপুর ১১.২ ( ৯.৯)
বহরমপুর ১০.২ (১০.৪)
বর্ধমান ১২.৬ (১১)
ক্যানিং ১২ (১১)
কোচবিহার ৮.১ (৭.৩ )
দার্জিলিং ৪.৪ (৩.৪)
দিঘা ১২.৯ (১২.৩)
কলকাতা ১৪.১ (১৩.১ )
মালদহ ১৪.৪ ( ১৪.১)
পানাগড় ১১.৫ (৮.৫)
পুরুলিয়া ১০ (৮ )
শিলিগুড়ি ৯.৬ (৮.৪)
শ্রীনিকেতন ১১.২ ( ৯.৬ )