পশ্চিমী ঝঞ্ঝায় বাধা! ফের জাঁকিয়ে শীত কবে, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা (weather) বাড়ল। বেশিরভাগ জায়গাতেই সকালের দিকে কুয়াশারও সেরকম দেখা নেই। পাশাপাশি মেঘলা আবহাওয়াও নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।


উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। এদিনই একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু ও কাশ্মীরে। এর প্রভাবে জম্মু ও কাশ্মীর ছাড়াও, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ২৪ ঘন্টায়। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩ থেকে ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.৩ ( ১৪.৮ )
বালুরঘাট ১৩.৬ (১৩.৪ )
বাঁকুড়া ১৪.৯ ( ১৪.৫ )
ব্যারাকপুর ১৪.১ ( ১৩.৫ )
বহরমপুর ১৬.৪ (১৬.২ )
বর্ধমান ১৪.৮ (১৪)
ক্যানিং ১৫.৪ (১৫.৬ )
কোচবিহার ১২.১ ( ১১.১ )
দার্জিলিং ৭ (৬.৮ )
দিঘা ১৬.৭ (১৬.১ )
কলকাতা ১৬.৫ (১৫.৯)
মালদহ ১৭.৭ (১৭.৮)
পুরুলিয়া ১২ (১৩ )
শিলিগুড়ি ১৪.১ (১২.৭ )
শ্রীনিকেতন ১৪ (১৩.৮ )