নিম্নচাপের শক্তি আরও বাড়ছে দুর্গাপুজোর উইকএন্ডে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
এমন পুজো কোনও বাঙালিই সম্ভবত কখনও আশা করেননি! তবুও মেনে নিতে হয়েছে। অতিমারীর দাপটের সঙ্গে প্রবল দুর্যোগের আবহাওয়া (Weather)র এক দুর্গাপুজো ২০২০ সাল পেয়েছে! মহাসপ্তমীতে এদিন সাইক্লোনের (Cyclone) বৃষ্টির (Rain) পূর্বাভাস যেমন রয়েছে, তেমনই অষ্টমী সহ দুর্গাপুজোর ইকএন্ড কেমন কাটবে দেখে নেওয়া যাক।

নিম্নচাপের শক্তিবৃদ্ধি পাচ্ছে
পুজোর মেজাজের সূর্য যতই মধ্যগগনের দিকে যাচ্ছে, ততই স্থলভাগের দিকে এগিয়ে যেতে শুরু করেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপের জেরে ক্রমেই দুর্গাপুজোতে বৃষ্টিঅসুরের দাপট বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ আপাতত কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশর দিকে এগিয়ে যাবে।

দুর্গাপুজোর মেজাজে জল ঢালছে বৃষ্টি!
এদিকে, সপ্তমীর মেজাজে এদিন জল ঢেলেছে বৃষ্টি। শুধু তাই নয় আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির চোখ রাঙানি সমান তালে থাকবে। ফলে মহা সপ্তমীর সঙ্গে মহাঅষ্টমীও বৃষ্টিমুখর হবে। ইতিমধ্যেই সকাল থেকে আকাশের মুখ ভার। দুর্গাপুজোর উইকেন্ড এমনই কাটবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও সতর্কবার্তা কোন কোন জেলায়?
এদিন নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলিতে।

মৎসজীবীদের উদ্দেশে বার্তা
এদিন বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট থাকবে বলে মৎসজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে। এমনকি দিঘার সমুদ্রে স্নান থেকেএ মানুষকে বিরত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২২,২৩,২৪ অক্টোবর পর্যন্ত গভীর নিম্নতাপের প্রভাব স্থায়ী হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। ফলে শুক্রবার সপ্তমী ভাসবে বৃষ্টিতে। সব থেকে বেশি প্রভাব পড়বে দুই ২৪ পরগনায়। কলকাতাও অতিভারী বৃষ্টির মুখে পড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ সম্পর্কে বৃষ্টির চরম পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গ নিয়ে সেভাবে কোনও স্পষ্ট বার্তা নেই। উত্তর পশ্চিমমুখী হাওয়া এদিন উত্তরের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়ার কথা স্বাভাবিক নিয়মে।

বিভিন্ন এলাকার তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)
উত্তরবঙ্গে মালদার তাপমাত্রা এদিন ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। বহরমপুরের তাপমাত্রা এদিন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পুরুলিয়ার তাপমাত্রা এদিন ২৩ ডিগ্রির আশপাশে থাকবে । বাতাসে আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ। দিঘার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিকে, কল্লোলিনী তিলোত্তমায় তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ এদিন থাকছে ৯৪ শতাংশ।
মহাসপ্তমীতেই মহাদুর্যোগের আশঙ্কা, আজই বঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়