নিম্নচাপের ভ্রুকুটিতে অশনি সংকেত পুজোর বাংলায়! ৫ দিনের টানা বৃষ্টিতে মাটি হবে আনন্দ
বুধবারেও দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের (high court) রায়ে সেরকম কোনও পরিবর্তন হয়নি। ফলে মণ্ডপে নো এন্ট্রি ( no entry) বজায় থাকছে। তবে বাড়ি থেকে বেরিয়েও খুব একটা যে সুবিধা মিলবে নয়, তা জানান দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। এদিন তারা জানিয়েছেন, পুজোয় বৃষ্টি (rain) অবশ্যম্ভাবী।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও স্পষ্ট হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে এগোবে। এরপর তা উত্তর উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগোবে। পরবর্তী ৪৮ ঘন্টায় তা বাংলা ও ওড়িশা উপকূল পার করে যাবে। ফলে পরবর্তী ২৪ ঘন্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া ( ২১ থেকে ২৬ অক্টোবর)
কোথাও কোথাও বৃষ্টি হবে। তবে ২৩ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ইদিনই উত্তরবঙ্গের অধিকাংশ জেলা থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।

পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া ( ২১ থেকে ২৬ অক্টোবর)
এই সময়ের মধ্যে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। মধ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে পরিমাণ এবং বিস্তারে। ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই আবহাওয়া চলতে থাকবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২২ অক্টোবর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ অক্টোবর, ভারী থেকে অতিবৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায়।

পুজোয় কলকাতার আবহাওয়া ( ২১ থেকে ২৬ অক্টোবর)
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন আকাশ ছিল মেঘলা। দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। ২২ অক্টোবর সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। ২৩ অক্টোবর একই আবহাওয়া বজায় থাকবে। তবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ২৪ অক্টোবর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, দু এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে বজ্রবিদ্যুৎ। ২৫ ও ২৬ অক্টোবর অক্টোবর মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে
তৃণমূল হোয়াইট ওয়াশ হবে ২০২১-এ! ভোটের আগে কত আসনের টার্গেট বিজেপির