ফের বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, একনজরে
রবিবার পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ জুড়েই থাকবে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে থাকবে শীতের আমেজ। তবে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

এবার গরম পড়বে বেশি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার গরম পড়বে বেশি। ঠাণ্ডা যেমন অনেকদিন স্থায়ী হল, তেমন গরমের দাপটও ভালই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এদিন হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারেও। এরপর সোমবার শুকনো থাকার সম্ভাবনা। ফের মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া আপাতত শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২-৩ তিন দিন গাঙ্গেয় পশ্চিমবহ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬.৪
বাঁকুড়া ১৬.৪
ব্যারাকপুর ১৫
বর্ধমান ১৭
ক্যানিং ১৬.৪
কোচবিহার ১২.৩
দার্জিলিং ৭.২
ডায়মন্ডহারবার ১৭.৭
দিঘা ১৭.২
মালদহ ১৭.৭
পুরুলিয়া ১৫
শিলিগুড়ি ১২.৯
শ্রীনিকেতন ১৪.৯