উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে জলস্তর বাড়ছে নদীগুলির! দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে নাকাল উত্তরবঙ্গের ৫ জেলা। জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলবন্দী বহু মানুষ। রাজ্য সড়কের ওপর দিয়ে বয়ে চলেছে জল। আপাতত ২২ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।
২১ জুলাই 'কালো দিন'! মমতার দ্বিচারিতাকে প্রকাশ করবে বিজেপি, তৃণমূলের শহিদ দিবসের পাল্টা দিলীপের

হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা
আস্তে আস্তে দুর্বল হলেও মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। ফলে এখনও অতিভারী থেকে অতিবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলির কয়েকটিতে ভারী বৃষ্টির পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় অতিভারী থেকে অতিবৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.১
বাঁকুড়া ২৬.৮
ব্যারাকপুর ২৬.৮
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৬.২
দিঘা ২৮.৮
কলকাতা ২৬.২
মালদহ ২৬
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৯
শ্রীনিকেতন ২৬.৬