For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড় আম্ফান! ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা জারি, জেনে নিন বর্তমান অবস্থান

গতি বাড়িয়ে স্থলভাগে দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিড় আম্ফান। উত্তর-উত্তর পূর্ব দিকে ঘন্টায় ১৪ কিমি বেগে এগোচ্ছে। সকাল সাড়ে পাঁচটার নিরিখে এই তথ্য দিয়েছে হাওয়া অফিস।

  • |
Google Oneindia Bengali News

গতি বাড়িয়ে স্থলভাগে দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। উত্তর-উত্তর পূর্ব দিকে ঘন্টায় ১৪ কিমি বেগে এগোচ্ছে। সকাল সাড়ে পাঁচটার নিরিখে এই তথ্য দিয়েছে হাওয়া অফিস। তবে এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়তে পারে বলেও জানানো হয়েছে।

কাশ্মীর নিয়ে দ্বিধাবিভক্ত, তালিবানরা জানালো তাদের নতুন পরিকল্পনাকাশ্মীর নিয়ে দ্বিধাবিভক্ত, তালিবানরা জানালো তাদের নতুন পরিকল্পনা

মঙ্গলবার ভোরে অবস্থান

মঙ্গলবার ভোরে অবস্থান

অতি প্রবল ঘূর্ণিঝড় এদিন ভোরে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় যার অবস্থান ওড়িশার পারাদ্বীপ থেকে ৫২০ কিমি দক্ষিণে, দিঘা থেকে ৬৭০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে।

পরবর্তী ৬ ঘন্টায় গতিপথ

পরবর্তী ৬ ঘন্টায় গতিপথ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে আস্তে আস্তে তা দুর্বল হয়ে পড়ছে। ২০ মে বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। সেই সময় এই ঘূর্ণিঝজড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১৮০ কিমি।

ভারী বৃষ্টির সতর্কতা

ভারী বৃষ্টির সতর্কতা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।

অন্যদিকে ২০ মে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। ২১ মে বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

ঝড়ের সতর্কবার্তা

ঝড়ের সতর্কবার্তা

বুধবার সকাল থেকে ঝড় হতে পারে ঘন্টায় ৯৫ কিমি বেগে। এরপর তা বেড়ে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় তা হতে পারে ঘন্টায় ১৩০ কিমি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১৯৫ কিমি।

English summary
শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড় আম্ফান! ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা হাওয়া অফিসের
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X