প্যান্ডেলে NO ENTRY-র সঙ্গে দোসর বৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গে কোন দিন আবহাওয়ার কোন পরিস্থিতি
পুজো (Durga Puja) মণ্ডপে দর্শণার্থীদের নো এন্ট্রি। জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এর সঙ্গে যুক্ত হল আবহাওয়ার (weather) পূর্বাভাস। এদিন আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, পুজোয় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (rain) হতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে ২০ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই এলাকায় শক্তি সঞ্চয় করবে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহবিদরা।

পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত ২০ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ২১ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া
২০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিংবা বজ্রঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। পরিমাণ ও বিস্তারে তা বৃদ্ধি পাবে। ২২ থেকে ২৪ অক্টোবেরর মধ্যে এই সম্ভাবনা আরও বেশি।

পুজোয় কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত কলকাতাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্র ঝড় হতে পারে। ২২ থেকে ২৪ অক্টোবেরর মধ্যে এই সম্ভাবনা আরও বেশি।

প্রশান্ত কিশোরের 'বাত বিহার কী' কেন নীরব ভোটের আগে, প্রশ্ন চিরাগের ভূমিকায়