
Weather News: ঘূর্ণিঝড় মান্দোসের কতটা প্রভাব বাংলায়? একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রার কিছুটা কমলেও দিন দুয়েক পরে ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতর। তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় মান্দোসের তেমন কোনও প্রভাব বাংলার উপকূলে পড়বে না। তবে এর জেরে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা। ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া শুকনোই থাকবে। এদিন উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাবও রয়েছে সেখানে। এদিন ভাল শীতের আমেজ অনুভব করবেন কয়েকটি জেলার বাসিন্দারা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী ৯ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও দিন দুয়েক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৩.৯)
বহরমপুর (১১.২)
বাঁকুড়া (১৪)
বর্ধমান ( ১৪.৮)
কোচবিহার ( ১২.১)
দার্জিলিং ( ৭.৫)
কালিম্পং ( ১১.৫)
দিঘা ( ১৪.৪)
কলকাতা (১৬.৭)
দমদম (১৬.৯)
কৃষ্ণনগর (১৪.৬)
মালদহ (১৬.৭)
মেদিনীপুর
শিলিগুড়ি (১৪.৩)
শ্রীনিকেতন ( ১২.৪)
সুন্দরবন (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.৬)
বহরমপুর (২৭)
বাঁকুড়া (২৭.৪)
বর্ধমান (২৮)
কোচবিহার (৩০.৪)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৮.৬)
কলকাতা (২৭.৪)
দমদম (২৭.৪)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৬.৮)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩১.৫)
শ্রীনিকেতন ( ২৬.৮)
সুন্দরবন (২৭)