Weather Update: ঘন কুয়াশার সঙ্গে জারি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
রবিবার থেকে রাজ্য জুড়ে আবহাওয়া (Weather) পরিষ্কার হয়ে যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে আগামী তিন দিন। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন প্রায় সব জায়গাতেই কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে তার পরের ২ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর পরের দুদিনে অবশ্য তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১.৩)
বালুরঘাট ( ২২.৬)
বাঁকুড়া ( ১৯.১)
ব্যারাকপুর (২১)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৪.৮)
ক্যানিং ( ২২.৪)
কোচবিহার (২১.৮)
দার্জিলিং (১০.৮)
দিঘা (২০.৭)
কলকাতা (২০.৯)
মালদহ (২১.২)
পানাগড় ( ২২.৬)
পুরুলিয়া (১৯.৩)
শিলিগুড়ি ( ২৩.১)
শ্রীনিকেতন (২০.৭)

ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
বর্তমানে পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া ১৬ ও ১৮ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয় অঞ্চলে দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। যার জেরে ১৭ জানুয়ারির মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৬ জানুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।
দেশের উত্তর-পশ্চিম এবং উত্তরের রাজ্যগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব রাজস্থানের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।
লালু যাদবের পথে হাঁটলেন প্রভাবশালী কংগ্রেস নেতা! কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কিত ভিডিও ভাইরাল