
কলকাতা কার্নিভালে বৃষ্টি হবে কি? লক্ষ্মীপুজোয় বাংলার আবহাওয়াও বা কী! একনজরে পূর্বাভাস
লক্ষ্মী পুজোয় কিংবা তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। অন্যদিকে পুজোয় দক্ষিণবঙ্গ তথা কলকাতায় বৃষ্টি হলেও কলকাতা কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা হৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আপপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

ঘূর্ণাবর্ত ও বর্ষা বিদায়
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য মহরাষ্ট্র এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা সেই ঘূর্ণাবর্ত এলাকার মধ্যে দিয়ে গুজরাত, পূর্ব রাজস্থান, দক্ষিণ হরিয়ানা হয়ে পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্য একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যে ভাগে।
পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের ব্যাপারে আবহাওয়া দফতর আপাতত সময় না জানাতে পারলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অনেক অংশ থেকে বিদায় নিয়েছে। এই বর্ষা বিদায়ের রেখা এই মুহূর্তে উত্তরকাশী, নাজিবাবাদ, আগ্রা, গোয়ালিয়র, রাতলাম এবং ভারুচের ওপরে রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫ (২৪.৩)
বহরমপুর ২৫.৪ (২৪.৬)
বাঁকুড়া ২৪ (২৩.৯)
বর্ধমান ২৩ (২৩)
কোচবিহার ২৪.২ (২৪.৯)
দার্জিলিং ১৫ (১৪.৫)
দিঘা ২৬ (২৬)
কলকাতা ২৬.১ (২৫.৯)
দমদম ২৬.৪ (২৬.২)
কৃষ্ণনগর
মালদহ ২৬ (২৫.২)
মেদিনীপুর ২৫.৬ (২৫.৫)
শিলিগুড়ি ২৬ (২৫.২)
শ্রীনিকেতন ২৫ (২৪.৪)