For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘ফেনি’, উপকূল খালি করার নির্দেশ আবহাওয়া দফতরের

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে ‘ফেনি’। ফুঁসতে শুরু করেছে সাগর। সেই কারণেই ওড়িশার পর পশ্চিমবঙ্গেরও সমস্ত উপকূল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে 'ফেনি'। ফুঁসতে শুরু করেছে সাগর। সেই কারণেই ওড়িশার পর পশ্চিমবঙ্গেরও সমস্ত উপকূল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত শহরের সমস্ত হোটেলও পর্যটকমুক্ত করার নির্দেশ জারি সরেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড় এখনও সৈকত থেকে দূরে থাকলেও সতর্কতায় ত্রুটি রাখা হচ্ছে না।

উপকূল থেকে পর্যটক সরানোর নির্দেশ

উপকূল থেকে পর্যটক সরানোর নির্দেশ

ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে ধাক্কা খাওয়ার পরই সুপার সাইক্লোন বাঁক নেবে বাংলার দিকে। ‘তিতলি'র থেকেও শক্তিশালী এই সুপার সাইক্লোনের জেরে বাংলার উপকূলবর্তী ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পুরীতে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। এবার দিঘা, মন্দারমণি, শঙ্করপুর তাজপুর ও বকখালিতেও একই নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

ফেনি আর কত দূরে

ফেনি আর কত দূরে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ফেনি কলকাতা থেকে বর্তমানে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পুরী থেকে দূরত্ব ৬৫০ কিলোমিটার। আর দিঘা থেকে রয়েছে ৮৪০ কিলোমিটার দূরত্বে। এই ঝড় ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর বাংলার দিকে ধেয়ে আসবে।

ফেনির গতি বাড়ছে, কবে কত

ফেনির গতি বাড়ছে, কবে কত

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০০ কিমি বেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা ফেনির। তারপর পশ্চিমবঙ্গ উপকূলে তা ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। ৩ মে অর্থাৎ শনিবার ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৪ মে অর্থাৎ রবিবার ফেনির গতিবেগ হবে ৯০ থেকে ১০০ কিলোমিটার।

দুর্যোগ চলবে তিনদিন ভর

দুর্যোগ চলবে তিনদিন ভর

একইসঙ্গে আবহবিদরা জানিয়েছে, স্থলভাগে ফেনির গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন থাকবে, দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার গতিবেগ বাড়বে ঝড়ের, বৃষ্টিও হরবে মাঝারি। রবিবার ফেনি বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

English summary
Weather office orders to empty the coast area of West Bengal due to ‘Fani’. ‘Fani’ is now converted into Super Cyclone, can hit also Bengal after Odisha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X