For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোন ধেয়ে আসছে! উত্তাল সমুদ্র, রেড অ্যালার্ট জারি উপকূলবর্তী জেলায়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সুপার সাইক্লোনের রূপ নেওয়ায় বাংলার আকাশে দেখা দিয়েছে অশনি সংকেত। দুর্যোগ ঠেকাতে জারি করা হয়ে রেড অ্যালার্ট। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'বুলবুল' সুপার সাইক্লোনের রূপ নেওয়ায় বাংলার আকাশে দেখা দিয়েছে অশনি সংকেত। দুর্যোগ ঠেকাতে জারি করা হয়ে রেড অ্যালার্ট। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। হাওয়া অফিস জানিয়েছে, বুলবুল সরাসরি আছড়ে পড়বে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। তারপর তা বাংলাদেশের দিকে ধেয়ে যাবে। এই পরিস্থিতি বাংলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সুপার সাইক্লোনের ঢোকার আগে উত্তাল সমুদ্র, রেড অ্যালার্ট জারি

লাল-কমলা-হলুদ সতর্কতা
উপকূলবর্তী জেলায় রেড অ্যালার্ট জারি করেই ক্ষান্ত নয় হাওয়া অফিস, কমলা ও হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। অর্থাৎ সমু্দ্র তীরবর্তী এলাকায় যেমন বুলবুলের দাপটে ঝড় বইবে, তেমনই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়াও বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই দুর্যোগের মোকাবিলা করতে কোমর বেঁধেছে বাংলার প্রশাসন।

'বুলবুল' ছোবল মারবে বাংলায়
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাংলার উপকূল থেকে মাত্র ৫৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'বুলবুল'। এই পরিস্থিতিতে ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে সুন্দরবন অঞ্চলে। বঙ্গোপসাগরে ঘূর্ণিপাক খাওয়া 'বুলবুল' ছোবল মারবে বাংলায়।

'বুলবুল' আছড়ে পড়তে পারে শনিবার মধ্যারাতেই
শুক্রবার থেকই বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আকাশের মুখ ভার। আবহাওয়া অফিসের খবর, শনিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর 'বুলবুল' আছড়ে পড়ার সম্ভাবয সময় ধরা হয়েছিল রবিবারের ভোর। তবে আবহবিদদের ধারণা, আরও আগে শনিবার মধ্যরাতেই আছড়ে পড়বে বুলবুল। রবিবারও সারাদিন বৃষ্টি চলবে। ঝড়ও বিধ্বংসী রূপ নেবে উপকূল অঞ্চলে।

রেড অ্যালার্ট জারি সমুদ্র-উপকূলে
দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, বকখালি প্রভৃতি সমুদ্র-উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রাজ্যের তরফে কন্ট্রোল রূম খোলা হয়েছে। তৈরি করা হয়েছে ফ্লাড সেন্টার। অবিলম্বে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে বাসিন্দাদের।

'আয়লা'র স্মৃতি উসকে আসছে 'বুলবল'
'বুলবলে'র জেরে সতর্কতা জারি হয়েছে বাংলাদেশেও। এবার এই ঘূর্ণিঝড় টার্গেট করে এগিয়ে আসছে বাংলাকে। মূলত সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল এখন 'বুলবুলে'র হানার আতঙ্কে ত্রস্ত। ফের ১০ বছর আগের 'আয়লা'র স্মৃতি উসকে দিয়েছে এই ঘূর্ণিঝড় 'বুলবুল'। এই 'বুলবুলে'র জেরে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও অতিভারী বৃষ্টি হতে পারে।

English summary
Weather office issues red alert in coast of Bengal due to Cyclone ‘Bulbul’. ‘Bulbul’ can hits on Bengal coast in speed of 120 to 135 kilometer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X