For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় আম্ফানের বড় আঘাত পড়তে পারে শহর কলকাতায়, জারি নির্দেশিকা

ঘূর্ণিঝড় আম্ফানের বড় আঘাত পড়তে পারে কলকাতায়, জারি নির্দেশিকা

Google Oneindia Bengali News

স্থলভাগে দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। যদি ঘূর্ণিঝড় নির্দিষ্ট গতিপথ দিয়ে এগোতে থাকে, তাহলে কলকাতায় প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

কলকাতায় ক্ষতির সম্ভাবনা

কলকাতায় ক্ষতির সম্ভাবনা

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়তে চলেছে কলকাতাতেও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার বেশ বাড়বে। তা সর্বোচ্চ হতে পারে ঘন্টায় ১৩০ কিমি। তাতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপরে পড়তে পারে।

 আবহাওয়া দফতরের নির্দেশিকা

আবহাওয়া দফতরের নির্দেশিকা

কলকাতা আবহাওয়া দফতর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে। বুধবার সকাল থেকে যেন কলকাতার সমস্ত বাজার বন্ধ রাখা হয়। সাধারণ মানুষকে বাইরে না বেরোতেও অনুরোধ করা হয়েছে। গাড়িও যাবে কম চলে সে ব্যাপারেও অনুরোধ জানানো হয়েছে।

সব থানাকে সিপির সতর্কবার্তা

সব থানাকে সিপির সতর্কবার্তা

ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতার সবকটি থানায় আস্ফান নিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। গঙ্গা বক্ষে রিভার ট্রাফিক পুলিশও নজরদারি চালাচ্ছে।

সব থেকে বেশি ক্ষতি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার

সব থেকে বেশি ক্ষতি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার

এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে আম্ফান, সেভাবে যদি এগোতে থাকে, আর তার ধ্বংসলীলা যদি আবহাওয়া দফতরের অনুমান মতো হয়, তাহলে আম্ফানের জেরে সব থেকে বেশি ক্ষতি হতে পারে রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার। সমুদ্রের ঢেউ হতে পারে ৪ থেকে ৫ মিটারের মতো। নিচু এলাকাগুলি ব্যাপকভাবে প্লাবিত হতে পারে। মাঠে থাকা সবজির ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

বাড়ি ফেরার পথ কেড়ে চলেছে পরিযায়ীদের প্রাণ, এবার বিহারে ট্রাক উল্টে মৃত ভিনরাজ্যের ৯ শ্রমিক! বাড়ি ফেরার পথ কেড়ে চলেছে পরিযায়ীদের প্রাণ, এবার বিহারে ট্রাক উল্টে মৃত ভিনরাজ্যের ৯ শ্রমিক!

English summary
Weather office issues advisory for Kolkata on Super Cyclonic Storm Amphan. The Cyclone will hit Kolkata at a speed of 130km per hour,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X