For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় সিতরাং সিভিয়ার সাইক্লোনে পরিণত হচ্ছে! বাংলার উপকূলে কী প্রভাব, জানাল আইএমডি

ঘূর্ণিঝড় সিতরাং সিভিয়ার সাইক্লোনে পরিণত! বাংলার উপকূলে কী প্রভাব, জানাল আইএমডি

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। সাগরে দাপিয়ে বেড়ানো ঘূর্ণিঝড় সিতরাং আরও শক্তি সঞ্চয় করে বর্তমানে সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে চলেছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে চোখ রাঙাতে শুরু করেছে সিতরাং। এই ঘূর্ণিঝড় সিতরাংয়ের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলায়। বাংলার উপকূলে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড় সিতরাং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত

ঘূর্ণিঝড় সিতরাং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত

আইএমডি সোমবার সতর্কতা জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড় সিতরাং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর ফলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ এবং ২৫ অক্টোবর অতি ভারী বৃষ্টি হবে। এই ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আর কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব-পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

কোথায় অবস্থান ঘূর্ণিঝড় সিতরাং-এর

কোথায় অবস্থান ঘূর্ণিঝড় সিতরাং-এর

ঘূর্ণিঝড় সিতরাং বর্তমানে পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে, বাংলাদেশের বরিশালের ৫২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছে। আইএমডি জানিয়েছে তা ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

কোথায়, কত গতিবেগে আছড়ে পড়বে

কোথায়, কত গতিবেগে আছড়ে পড়বে

আইএমডির তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে বয়ে চললেও, ২৫ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপ দ্বীপের মধ্যে আছড়ে পড়বে। তখন সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। অর্থাৎ সিভিযার সাইক্লোন শক্তি হারিয়ে সাইক্লোনিক স্টর্ম বা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সিতরাং আছড়ে পড়ার পর কী হবে পরিস্থিতি

সিতরাং আছড়ে পড়ার পর কী হবে পরিস্থিতি

মঙ্গলবার সকালে বাংলাদশে আছড়ে পড়লেও প্রভাব পড়বে বাংলার উপকূলেও। বাংলার উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেইসঙ্গে বৃষ্টিও হবে মাঝারি। মঙ্গলবার বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

সমুদ্র পরিস্থিতি কেমন থাকবে ২৫শে

সমুদ্র পরিস্থিতি কেমন থাকবে ২৫শে

সমুদ্র পরিস্থিতি উত্তাল থাকবে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত। ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেইসঙ্গে অমাবস্যার কোটাল। ফলে জলস্ফীতি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তর বঙ্গোপসাগর উপকূল অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে জলোচ্ছ্বাস হবে। সমুদ্রের জলস্তরের উচ্চতা স্বাভাবিকের থেকে তিন ফুট বাড়বে। আর ১০ থেকে ১২ ফুটের ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে। দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্র সৈকতে জাতীয় বিপর্যম মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

স্থলভাগের থেকে সিতরাং-এর দূরত্ব কমছে দ্রুত! পরবর্তী কয়েকঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতাস্থলভাগের থেকে সিতরাং-এর দূরত্ব কমছে দ্রুত! পরবর্তী কয়েকঘন্টার মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতা

English summary
Weather Office IMD forecasts Cyclone Sitrang is now severe cyclone can occur heavy rain in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X