For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝেঁপে বৃষ্টি নামবে এবার! লা নিনার শঙ্কা উড়িয়ে ঘোর বর্ষার পূুর্বাভাস আবহাওয়া দফতরের

ঝেঁপে বৃষ্টি নামবে এবার! লা নিনার সম্ভাবনা ক্ষীণ, মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা স্বাভাবিকই

Google Oneindia Bengali News

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু জুন থেকে সেপ্টেম্বর চার মাসে দেশের ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টিপাত নিয়ে আসে। কিন্তু এবার কি লা নিনা পরিস্থিতি সেই পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আসতে দেবে ভারতে? তা নিয়ে সংশয় দূর করে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আইএমডি তার পূর্বাভাসে জানিয়েছে, দেশে এবার স্বাভাবিকই থাকবে বৃষ্চির পরিমাণ।

জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের গড় ১০৩ শতাংশ

জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের গড় ১০৩ শতাংশ

২০২১-এ স্বাভাবক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আইএমডি জানিয়েছে, গড় বর্ষার ৯৮ শতাংশ বৃষ্টি হবে। বর্ষার সময় লা নিনার খুব কম সম্ভাবনা রয়েছে এবার। এ ব্যাপারে মে মাসে মাঝামাঝি স্পষ্ট জানা যাবে। স্কাইমেটের পক্ষ থেকে জিপি শর্মা জানিয়েছিলেন, জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের গড় হবে ১০৩ শতাংশ।

‘স্বাভাবিক’ বর্ষার সম্ভাবনা ৬০ শতাংশ ভারতে!

‘স্বাভাবিক’ বর্ষার সম্ভাবনা ৬০ শতাংশ ভারতে!

তিনি আরও বলেন, 'স্বাভাবিক' বর্ষার সম্ভাবনা ৬০ শতাংশ এবং 'স্বাভাবিকের উপরে' বর্ষার সম্ভাবনা রয়েছে ১৫ শতাংশ। সাধারণত ৯৬ থেকে ১০৪ শতাংশ বর্ষা হলে তা স্বাভাবিক হিসাবে বিবেচিত হয় এবং এবার ১০৩ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে আইএমডি। এই পরিমাণকে স্বাভাবিক হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।

স্বাভাবিক বর্ষার হ্যাটট্রিকে রেকর্ড হবে, পূর্বাভাস

স্বাভাবিক বর্ষার হ্যাটট্রিকে রেকর্ড হবে, পূর্বাভাস

জেপি শর্মা জানান, ২০২১-এ ভালো বর্ষাই হবে। এবং এই নিয়ে পর পর তৃতীয় বছর এই স্বাভাবিক বর্ষার পূর্বভাস মিলল। এর আগে গত দুই বছর অর্থাৎ ২০১৯ ও ২০২০ সালেও স্বাভাবিক বৃষ্টিপাত হয় দেশে। স্কাইমেটের পূর্বাভাষ পুরোপুরি মিলে গিয়েছিল গত দুই বছর। এবারও স্কাইমেট পূর্বভাস মিলিয়ে স্বাভাবিক বর্ষার হ্যাটট্রিকে রেকর্ড হবে বলে জানিয়েছে।

ভারত শুষ্ক থেকে শুষ্কতর হয় লা নিনার আগমনে

ভারত শুষ্ক থেকে শুষ্কতর হয় লা নিনার আগমনে

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লা নিনার উপস্থিতিতে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। লা নিনার ফলে সাগরের তাপমাত্রা সাধারণত শীতল থাকে নিচ থেকে জলের উর্ধগমনের জন্য।শান্ত সমুদ্র তাপ সংরক্ষণ করে রাখে যা বৈশ্বিক বায়ুপ্রবাহের দিক পরিবর্তন করে এবং ফলশ্রুতিতে এর তাপমাত্রার পরিবর্তন বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনেও ভূমিকা রাখে। বৃষ্টিপ্রবাহ দক্ষিণ শান্ত সমুদ্র থেকে আমেরিকার দিকে পরিবর্তিত হয়। ভারত শুষ্ক থেকে শুষ্কতর হতে থাকে। তবে সেই সম্ভাবনা আসন্ন বর্ষার মরশুমে ক্ষীণ হয়ে যাবে।

তিন দফার ভোট এক দফায় করার প্রস্তাব তৃণমূলের, রাজি নয় বিজেপি, বামেরা চায় প্রচারে কোভিড বিধিতিন দফার ভোট এক দফায় করার প্রস্তাব তৃণমূলের, রাজি নয় বিজেপি, বামেরা চায় প্রচারে কোভিড বিধি

English summary
Weather office forecasts rain is natural in Monsoon with few chances of La Nina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X