For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ফণী’র পর এবার ধেয়ে আসতে চলেছে ‘বায়ু’, ফের ঘূর্ণিপাকে বিপর্যস্ত হতে পারে ভারতের উপকূল

‘ফণী’র ফণা থেকে রেহাই মেলেনি। এবার সেই ফণীর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ঘূর্ণিপাকে পড়তে পারে ভারত। ফণীর পর এবার বায়ু হানা দিতে পারে।

Google Oneindia Bengali News

'ফণী'র ফণা থেকে একেবারেই রেহাই মেলেনি। ওড়িশার বুকে ১৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। তছনছ করে দিয়েছে পুরী ও ভুবনেশ্বর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এবার সেই ফণীর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ঘূর্ণিপাকে পড়তে পারে ভারতের উপকূলবর্তী এলাকা। ফণীর পর এবার বায়ু হানা দিতে পারে। সেই পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর।

মে মাসেই আবার সামুদ্রিক ঝড়

মে মাসেই আবার সামুদ্রিক ঝড়

হাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসেই আবার সামুদ্রিক ঝড় বয়ে আসছে ভারতের দিকে। পরিস্থিতি যা, তাতে মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা প্রবল। তা ঘণীভূত বহলেই বিপদের আশঙ্কা বাড়বে বলে মনে করছেন আবহবিদরা।

ফণীর পর এবার বায়ু

ফণীর পর এবার বায়ু

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ফণীর পরবর্তী যে ঝড় আসছে, তার নাম হবে বায়ু। এই নামকরণ করেছে ভারত। এর আগে ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। পর্যায়ক্রমে এবার ভারতের পালা। সেইমতোই ভারতের দেওয়া নাম বায়ু চূড়ান্ত হয়েছে।

১৬ মে থেকে ৩ জুনের মধ্যে ঝড়

১৬ মে থেকে ৩ জুনের মধ্যে ঝড়

আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হলে ১৬ মে থেকে ৩ জুনের মধ্যে তা আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। তবে কোন দিকে অভিমুখ হবে সেই ঝড়ের তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে তা বলা সম্ভব হবে।

ফণী আতঙ্কের পর বায়ুর হানা!

ফণী আতঙ্কের পর বায়ুর হানা!

ফণী আতঙ্কের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এল। কোথায় সেই ঝড় আছড়ে পড়বে পরের কথা, তার আগে ফের দুর্যোগের ঘনঘটা বাংলা তথা ভারতের আকাশে। এবার ফণীর তাণ্ডব থেকে একটুর জন্য রেহাই পেয়েছে বাংলা। ক্ষয়ক্ষতি হয়েছে ওড়িশায়। শেষপর্যন্ত বাংলাদেশে গিয়ে আঘাত হেনেছে ফণী।

English summary
Weather office forecasts now cyclone ‘Bayu’ can hits in India. ‘Bayu’ can be converted in cyclone from 26 May to 3 June,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X