বর্ষার আগমনী গান শুরু নিম্নচাপের বৃষ্টিতে, মৌসুমীবায়ুর প্রবেশ রবিবাসরীয় বিকেলেই
আর দেরি নেই বর্ষা আগমনীর। রবিবাসরীয় বিকেলেই ঘটা করে বর্ষা এসে যাচ্ছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর এদিন স্পষ্ট করেছে সেই বার্তা। তাদের পূর্বাভাস বঙ্গোপসাগরের উচ্চ-পূর্বে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। রবিবার দুপুরের পরই মৌসুমী বার্তা নিয়ে সেই নিম্নচাপের বৃষ্টি পৌঁছে যাবে বাংলার জেলায় জেলায়।

একইসঙ্গে আবহবিদরা এদিন জানিয়ে দেন, জোরকদমে বর্ষা শুরু হতে এখনও সময় লাগবে দু-তিনদিন। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১২ জুন থেকে বর্ষা ঝরঝর ঝরতে শুরু করবে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার করে রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে দু-এক পশলা। প্রায় ঠিক সময়ে বর্ষা আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যবাসী।
রবিবার-সোমবার করে বর্ষার প্রবেশ ঘটতে পারে বাংলায়, এমন পূর্বাভাস ছিলই। বৃহস্পতিবারই এণন পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তারপর শনিবারও হাওয়া অফিস জানায়, প্রাকবর্ষার হাত ধরে সোমবারের মধ্যেই বর্ষার প্রবেশ অনিবার্য। এদিন সেই কথাতেই একপ্রকার সিলমোহর পড়ল। নিম্নচাপকে সঙ্গী করে মৌসুমীবায়ু প্রবেশ করছে বাংলায়।
[আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ১৩ বছরের কিশোরী সহ মৃত ৪, দেখুন বিপর্যয়ের জলছবি ]
শনিবার বিকেলেই দফায় দফায় বৃষ্টি নামে। নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টি যে বর্ষার পূর্বাভাস বহন করে এনেছে, তা জানিয়ে দেন আবহবিদরা। আবহবিদরা জানিয়ে দেন, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপই বর্ষাকে বাংলায় প্রবেশের জায়গা করে দিল এবার।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। তা সত্ত্বেও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে। এই বৃষ্টির ফলে দিনের পারদ কিছুটা হলেও কমবে। নাজেহাল গরম থেকে মিলবে স্বস্তি। আর এই বৃষ্টির হাত ধরে পাকাপাকি বর্ষা প্রবেশ করায় অন্ত হাঁফছাড়াগরম থেকে এবার রক্ষা মিলবে বলেই মত আবহবিদদের।
[আরও পড়ুন:দক্ষিণ ও পশ্চিম ভারতে গভীর বৃষ্টিপাতের পূর্বাভাস, আজও ভাসবে গোয়া, মুম্বই]