For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উমার বিদায়-বিষাদে বিমর্ষ বাংলায় আকাশেরও মুখ ভার, চলছে অঝোর ধারায় বৃষ্টি

পুজোর শুরু থেকেই বৃষ্টির ভ্রুকুটি ছিল। প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। কিন্তু দশমীর সকাল থেকেই আকাশ কালো করে নামল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি।

  • |
Google Oneindia Bengali News

বিজয়ার বিষাদে আকাশেরও মুখ ভার। পুজোর শুরু থেকেই বৃষ্টির ভ্রুকুটি ছিল। প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। কিন্তু দশমীর সকাল থেকেই আকাশ কালো করে নামল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। যেন মায়ের বিদায় বার্তায় কেঁদে উঠল আকাশও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সারাদিনই আকাশের মুখ ভার থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

উমার বিদায়-বিষাদে বিমর্ষ বাংলায় আকাশেরও মুখ ভার

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে। তাতেই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া চলবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে সকাল থেকে।

নবমীর সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার পরই বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টি উপেক্ষা করেই জনজোয়ার নামে নবমী নিশিতে দেবী দুর্গাকে দর্শন করতে। মায়ের পুজোর শেষ রাত বলে কথা। তাই কেউ সেই আনন্দ মাটি করতে চাননি। রাত কাটলেই উমা সবাইকে কাঁদিয়ে ফিরে যাবেন কৈলাসে। তাই বৃষ্টি উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়ে রাস্তায়। নবমীর রাতে ঢল নামে দর্শনার্থীদের।

স্বভাবতই নবমী নিশি কেটে যাওয়ার পর দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। শেষ হয়ে গিয়েছে বিজয়া দশমীর পুজো। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। অনেক মণ্ডপেই নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মায়ের বিদায়ক্ষণে আকাশও আজ কেঁদে চলেছে।

English summary
Weather Office forecast rain is continued on the day of Vijaya Dashami for whirlpool over Bay of Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X