For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আন্দামান সাগরের বুকে! ঘূর্ণাবর্ত-নিম্নচাপের পূর্বাভাসে শঙ্কা বাংলায়

ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আন্দামান সাগরের বুকে! ঘূর্ণাবর্ত-নিম্নচাপের পূর্বাভাসে শঙ্কা বাংলায়

  • |
Google Oneindia Bengali News

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনাতে চলেছে। তার ফলে সাইক্লোন সম্ভাবনা তৈরি হয়েছে এপ্রিলে শেষে। মে মাসে আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সাইক্লোনের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে উপকূল অভিমুখে। যখন দাবদাহে দগ্ধ হচ্ছে গোটা বাংলা, তখন সাইক্লোনের সম্ভাবনা একাধারে স্বস্তির বার্তা দিচ্ছে, অন্যধারে শঙ্কার বার্তাও বহন করছে।

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝড়ও

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝড়ও

দীর্ঘ অপেক্ষার পর কলকাতা ও শহরতলির জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি হয়। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত কালবৈশাখী হচ্ছে। কিন্তু কলকাতা ও শহরতলিতে দেখা নেই কালবৈশাখীর। তাই শুক্রবারের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার ঝড় সহযোগে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

৫ দিন ধীরে ধীরে তাপমাত্রা কমবে

৫ দিন ধীরে ধীরে তাপমাত্রা কমবে

আবহাওযা দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে। সোমবার ৫০ কিলোমিটার বেগে এবং মঙ্গলবার ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে তাপমাত্রা কদিন কম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।

সমু্দ্র থেকে ধেয়ে আসছে পুবালি হাওয়া

সমু্দ্র থেকে ধেয়ে আসছে পুবালি হাওয়া

সোম ও মঙ্গলবার দুদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। সমু্দ্র থেকে ধেয়ে আসছে পুবালি হাওয়া। আর উত্তর প্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা থাকায় জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবারের পরও বৃষ্টির সম্ভাবন থাকছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কম ছিল স্বাভাবিকের তুলনায়। গত কয়েকদিন ২ থেকে ৩ তাপমাত্রা কমবে আরও।

আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা

আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ৫ মে তৈরি হতে পারে নিম্নচাপ। পরে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান ও সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টি নিয়ে আসতে পারে।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা

আবার আবহবিদরা জানিয়েছেন, মে মাস সাইক্লোন তৈরির উপযুক্ত সময়। তাই ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উপকূল অভিমুখে ধেয়ে আসতে পারে। আবহাওয়া দফতর ওই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের দিকে নজর রেখেছে। সেইসঙ্গে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ে কি না, সেদিকেও নজর আলিপুর আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের মতো শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আর তার ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও শহরতলির জেলা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার পাশাপাশি, মুর্শিদাবাদ, বীরভূম বাঁকুড়া মতো জেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে হয়েছে ঝড়ও।

কালবৈশাখীর স্বাদ পাবে দক্ষিণবঙ্গ

কালবৈশাখীর স্বাদ পাবে দক্ষিণবঙ্গ

আবহবিদরা জানিয়েছেন, এই ঝড় ও বৃষ্টি কালবৈশাখী নয়। পুবালি হাওয়া কারণে মেঘের সৃষ্টি হওয়ায় এই বৃষ্টি। তবে কালবৈশাখীও এর মধ্যে হতে পারে কিছু জেলায়, তাও জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গ এরই মধ্যে কালবৈশাখীর স্বাদ পাবে বলে বিশ্বাস আবহবিদদের। এর ফলে তাপমাত্রাও কমবে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমায় মিলবে স্বস্তি।

কালবৈশাখী অবশেষে দাপট দেখাল কলকাতায়, ধুলোর ঝড়ের সঙ্গে বৃষ্টি শহর-শহরতলিতেকালবৈশাখী অবশেষে দাপট দেখাল কলকাতায়, ধুলোর ঝড়ের সঙ্গে বৃষ্টি শহর-শহরতলিতে

English summary
Weather office forecast cyclone can form in Andaman Sea from deep depression and alert for West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X