For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোও কি বৃষ্টিভাসী হবে! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে জেনে নিন

কার্তিক মাসে যেন শ্রাবণের মন খারাপ! এভাবেই হেমন্তের আমেজে যখন মিঠে রোদ্দুর পোহানোর সময়, তখন বর্ষায় জ্বালায় দরজা জানলা বন্ধ করতে ব্যস্ত পশ্চিমবঙ্গবাসী।

  • |
Google Oneindia Bengali News

কার্তিক মাসে যেন শ্রাবণের মন খারাপ! এভাবেই হেমন্তের আমেজে যখন মিঠে রোদ্দুর পোহানোর সময়, তখন বর্ষায় জ্বালায় দরজা জানলা বন্ধ করতে ব্যস্ত পশ্চিমবঙ্গবাসী। দুর্গাপুজোর পর কালীপুজোর আগেও বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে নাছোড়বান্দা বৃষ্টি জলন্ত্রণা বাড়িয়ে ছিল,হেমন্তে কালীপুজোর আগেও সেই আশঙ্কা বাড়ছিল। তবে আজকে কালীপুজোর দিন আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন থাকবে দেখে নেওয়া যাক।

তাপমাত্রা কেমন থাকবে?

তাপমাত্রা কেমন থাকবে?


কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ খানিকটা হলেও নেমেছে। আজ প্রধানত রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তাাপমাত্রার পারদ সর্বনিম্ন হতে পারে ২২ ডিগ্রিতে।

সকালের আবহাওয়া কেমন?

সকালের আবহাওয়া কেমন?

স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কমে গিয়ে, এদিন সকালের আবহাওয়া ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। প্রসঙ্গত, গত কয়েকদিন বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের জেরে রাজ্যের আবহাওয়ার বেশ মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রার পারদও ধীরে ধীরে নামতে থাকে।

 আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ

আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ

হেমন্তেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমা প্রায় ৯৮ শতাংশ। যা নূন্যতম ৮১ শতাংশে ঠেকতে পারে। তবে আজ গোটা দিন তুবড়ি, চরকি, হাউই ফাটানোর পক্ষে আদর্শ দিন। এমনই দাবি আবহওয়ার পূর্বাভাসের। কারণ আজ সাধারণত রৌদ্রউজ্জ্বল দিনই থাকবে।

দুর্যোগের আশঙ্কা আরব সাগরে

দুর্যোগের আশঙ্কা আরব সাগরে

পূর্ব মধ্য আরব সাগর থেকে উত্তর-পশ্চিম দিকের আরব সাগরের দিকে ক্রমই এগিয়ে যাচ্ছে সাইক্লোন কিয়ার। আরব সাগর জুড়ে মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া উপকূল বরাবর বড়সড় দুর্যোগ আছড়ে পড়তে পারে বলে অ্যাডভাইসারিতে জানানো হয়েছে।

English summary
Weather forecast of West Bengal Diwali 27th October, Rain not predicted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X