আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে।

কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে জলীয়বাষ্প বাতাসে বেশি থাকায় ঘামে অস্বস্তিকর পরিবেশ।
সকাল থেকে ঘর্মাক্ত পরিবেশ কলকাতায়। সকাল থেকেই ঘামে ভিজে বেলা বাড়লে আরো বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৪.৪ মিলিমিটার।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই নিম্নচাপ এর হাত ধরেই বঙ্গে বর্ষা র প্রবেশ হবে বলে আবহবিদদের অনুমান।
উত্তর বাংলাদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা । এটি বিস্তৃত ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এর টানেই দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
১১ জন কলকাতা পুলিশের কর্মী করোনা সংক্রমিত, মোট ২১৭ জন কর্মী আক্রান্ত এই রোগে