For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ানমারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত 'ভয়ঙ্কর' রূপে নিম্নচাপ! বাংলার উপকূলে আবহাওয়া দফতরের লাল সতর্কতা

মায়ানমারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত 'ভয়ঙ্কর' রূপে নিম্নচাপ! বাংলার উপকূলে আবহাওয়া দফতরের লাল সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

তাপমাত্রা বৃদ্ধিতে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এই আবহাওয়া (weather) থেকে রেহাই দিতে পারে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ মায়ানমার (Myanmar) এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত (cyclonic circulation )অবস্থান করছে। যার প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। সেখান থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ১৮ থেকে ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, ১৮ অগাস্ট বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেগিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই কারণে ১৯ অগাস্ট শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায়। এই সময়ের মধ্যে অর্থাৎ ১৯ অগাস্ট নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

 হাওয়ার সতর্কবার্তা

হাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে ১৯ ও ২০ অগাস্ট পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা যেন ১৯ ও ২০ অগাস্ট সমুদ্রে মাছ ধরতে না যান। যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন ১৮ অগাস্টের মধ্যে উপকূলে ফিরে আসেন।

সম্ভাব্য প্রভাব

সম্ভাব্য প্রভাব

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সম্ভাব্য ভারী বৃষ্টি ধান রোয়ার কাজে যথেষ্ট সাহায্য করবে। এই বৃষ্টি পাট পচাতেও সাহায্য করবে। তবে বেশি বৃষ্টির জেলে পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে। টানা বৃষ্টিতে
শহরের যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে এই বৃষ্টি মাঠে থাকা সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 সম্ভাব্য ব্যবস্থা

সম্ভাব্য ব্যবস্থা

সাধারণ মানুষের জন্য আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রপাতের সময় তাঁরা যেন ঘরে কিংবা পাকা পরিকাঠামোর তলায় আশ্রয় নেন। এছাড়াও ১৮ ও ১৯ অগাস্ট পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ
২৪ পরগনার উপকূলে দিঘা, মন্দারমনি এবং বকখালির মতো যেসব পর্যটন স্থান রয়েছে, সেইসব জায়গায় নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।

মুষলধারায় বৃষ্টিতে কমবে তাপমাত্রা, মিলবে গরম থেকে রেহাই! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাসমুষলধারায় বৃষ্টিতে কমবে তাপমাত্রা, মিলবে গরম থেকে রেহাই! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস

English summary
Weather From cyclonic circulation over Myanmar Low Pressure Area likely to effect South Bengal Dists during 18-20 August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X