For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"রিগিং করতে এলে হেঁটে বাড়ি ফিরতে দেব না", বীরভূমের সভায় তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপের

শাসক দল তৃণমূলকে বীরভূমের রামপুরহাটের সভায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

শাসক দলের অত্যাচারে ভোটের সময় বিরোধী দলগুলিকে নাস্তানাবুদ হতে হচ্ছে। রিগিংয়ের ঠেলায় বিরোধীরা কোনও সুবিধা করতে পারছে না। অভিযোগ তুলে শাসক দল তৃণমূলকে বীরভূমের রামপুরহাটের সভায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

"রিগিং করতে এলে হেঁটে বাড়ি ফিরতে দেব না", চ্যালেঞ্জ দিলীপের

আগামী পঞ্চায়েত ভোটে রিগিং করতে এলে গুন্ডাবাহিনীকে শায়েস্তা করার হুমকি দিয়েছেন তিনি। দিলীপের কথায় পঞ্চায়েত ভোটে গুন্ডাদের পালিশ করা হবে। শাসক দল একটিও ভোটে রিগিং করে দেখাক। যদি হেঁটে অক্ষত শরীরে গুন্ডারা বাড়ি ফিরতে পারে তাহলে ধরে নেবেন বিজেপির দম নেই।

মল্লারপুরে বুধবার সভা করেন দিলীপ ঘোষ। সেখানে বলেন, বাইরে থেকে গুন্ডা এনে তৃণমূল ভোট করাচ্ছে। কাউকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেটা করতে দেবে না বিজেপি। তৃণমূলের ওষুধ তৈরি করছেন বলেও দাবি করেছেন তিনি।

বীরভুমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের নাম না করে দিলীপের কটাক্ষ, সারা ভারতে গুন্ডা মাফিয়াকে শায়েস্তা করেছে বিজেপি। সেখানে এখানকার ছোট গুন্ডাদের সহজেই সামলাতে পারবেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, সামনের বছর পঞ্চায়েত নির্বাচনকে তৃণমূলের পাশাপাশি বিজেপিও চার্গেট করেছে। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় শক্তি বাড়ানোই দিলীপ ঘোষদের প্রধান লক্ষ্য। ফলে আগামী পঞ্চায়েতের লড়াই তীব্র হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। ভোট যত এগিয়ে আসবে, ততই এমন বক্তব্যের সুর চড়বে বলে মনে করা হচ্ছে।

English summary
We will take steps if anyone try to rigg in Panchayat vote, threatens BJP state president Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X