For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য পুলিশে আস্থা নেই, তাই সিবিআই তদন্ত চাইল বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাহুল
বারাসত, ৬ জুলাই: একটা তরতাজা ছেলেকে ন'টুকরো করে খুন করা হল। তার পরও প্রশাসন চুপ করে আছে দেখে অবাক লাগছে। পুলিশ-প্রশাসনের এই ভূমিকা সন্দেহজনক। তাই বামনগাছিতে সৌরভ চৌধুরীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিনহা। রবিবার তিনি নিহত যুবকের বাড়িতে এসে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: যুবক খুনের পর ফুঁসছে বামনগাছি, চলছে স্বতঃস্ফূর্ত বনধ

প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীর খুনের ঘটনায় রবিবার এলাকায় বনধের ডাক দেয় বিজেপি। দুপুরে একটি বিজেপি প্রতিনিধি দল যায় ওই বাড়িতে। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা, পি সি সরকার প্রমুখ ছিলেন ওই দলে। রাহুলবাবু সাংবাদিকদের বলেন, "মধ্যযুগীয় বর্বরতায় ছেলেটাকে খুন করা হয়েছে। কী নৃশংস! তার পরও পুলিশের কোনও হেলদোল নেই। বোঝাই যাচ্ছে, রাজ্য সরকারের পুলিশ এর সঠিক তদন্ত করবে না। তাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।" পি সি সরকার বলেন, "এটা কি জঙ্গলের রাজত্ব? একটা ছেলে অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই খুন হল। ন'টা টুকরো করে ফেলে দেওয়া হল! আমি ভাবতেও পারছি না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আর প্রশাসন যে চুপ করে আছে, তা মানুষ দেখছেন। যথা সময়ে মানুষ এর জবাব দেবেন।" প্রতিক্রিয়া জানাতে গিয়ে পি সি সরকার প্রায় কেঁদে ফেলেন।

পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ নিহত সৌরভ চৌধুরীর পরিবারের

কংগ্রেস নেতা ঋজু ঘোষালও বলেন, "সব জায়গাতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এখানেও দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়নি। কারণ তারা সবাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে। মানুষের প্রাণের কোও নিরাপত্তা নেই।"

এদিকে, নিহত সৌরভ চৌধুরীর দাদা সন্দীপ চৌধুরী অভিযোগ করেন, পুলিশ তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না। প্রথমে বলা হয়েছিল, বারাসতে তাঁর ভাইয়ের ময়নাতদন্ত হবে। বারাসতে গেলে বলা হয়, শিয়ালদহ চলে যান। নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্ত হবে। তাঁরা বারাসত থেকে বেরিয়ে শিয়ালদহের কাছাকাছি যখন পৌঁছেছেন, তখন ফের বারাসত জিআরপি থেকে ফোন করে বলা হয়, এখানে ফিরে আসুন। বারাসতে ময়নাতদন্ত হবে। যখন বারাসতের দিকে রওনা দেন, তখন আবার বলা হয়, নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্ত হবে। মিডিয়ায় এই খবর সম্প্রচারিত হওয়ায় চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশ জানায়, নীলরতন সরকার হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে।

English summary
BJP demands CBI investigation in Sourav Chowdhury's murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X