For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক অনিয়ম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ
কলকাতা, ১৫ জানুয়ারি: কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত সরেই দাঁড়াতে হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রদীপ শূরকে। তৃণমূল নেতা মুকুল রায়ের একদা ঘনিষ্ঠ বলে পরিচিত প্রদীপবাবুকে সরানোর ব্যাপারে গত সপ্তাহেই শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও নিজে থেকে পদত্যাগ করলেন প্রদীপবাবু।

স্কুল সার্ভিস কমিশনের আগের চেয়ারম্যান রণজিৎ মণ্ডলের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সংঘাত বেধেছিল। তখন রণজিৎবাবুকে বাধ্য করা হয় কুর্সি ছাড়তে। অভিযোগ, তৃণমূল নেতাদের কথা মতো শিক্ষক পদে পছন্দের প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় কোপে পড়েছিলেন রণজিৎবাবু। তার পর মুকুল রায়ের ঘনিষ্ঠ প্রদীপ শূরকে কাঁচরাপাড়া কলেজ থেকে তুলে এনে বসানো হয় চেয়ারম্যানের চেয়ারে। কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের তহবিল থেকে ৪৭ হাজার টাকা তুলে নিয়ে তিনি একটি দামী মোবাইল ফোন কেনেন। এর কোনও হিসাব তিনি দেননি। এই আর্থিক অনিয়মের কথা জানাজানি হতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত রাজ্য সরকারের ভাবমূর্তি রক্ষায় প্রদীপবাবুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার প্রদীপ শূর নিজে থেকেই পদত্যাগ করেন।

সরকারি সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য। তিনি এখন ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ। চলতি মাসেই তাঁকে নতুন দায়িত্বভার বুঝে নিতে হবে।

English summary
WBSSC Chairman Pradip Sur resigns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X