For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুল খুলতে চায় শিক্ষা দফতর! কোন কোন ক্লাস হবে, জানিয়ে চিঠি মুখ্যসচিবকে

মদের দোকান, জিম, রেস্তোঁরা খোলা কিন্তু করোনার কারণে বন্ধ স্কুল (school)। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় (Social media) চলছে জনমত গঠনের প্রক্রিয়া। সেই পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দফতরের(Education Dep

  • |
Google Oneindia Bengali News

মদের দোকান, জিম, রেস্তোঁরা খোলা কিন্তু করোনার কারণে বন্ধ স্কুল (school)। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় (Social media) চলছে জনমত গঠনের প্রক্রিয়া। সেই পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দফতরের(Education Dept) তরফে মুখ্যসচিবকে (Chief Secretary) চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ কমিটি ও স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা

বিশেষজ্ঞ কমিটি ও স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দফতরের স্কুল খোলার প্রস্তাব নিয়ে রাজ্যে করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যসচিব। পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গেও কথা হবে। ইতিমধ্যেই সেই কথা বলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

বাইরের রাজ্যে স্কুল খোলার তৎপরতা

বাইরের রাজ্যে স্কুল খোলার তৎপরতা

সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হলেও দেশের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রের অবস্থা বাংলার থেকে খারাপ। আগামী সোমবার থেকে মুম্বই তথা মহারাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। সরকারি পর্যায়ে সেখানে বাড়তি তৎপরতা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় জনমত গঠনের প্রক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় জনমত গঠনের প্রক্রিয়া

এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে খোলা হয়, তার জন্য অভিভাবকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় জনমত গঠনে সামিল হয়েছেন। করোনা পরিস্থিতির জেরে ২০২০-র মার্চের শেষ থেকে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ। তবে প্রকোপ কিছুটা কমায় দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলেছিল। কলেজ ও বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরু হয়েছিল। কিন্তু সংক্রমণ বৃদ্ধির কারণে ফের তা বন্ধ।
তবে সেই পরিস্থিতিতেও মদের দোকান খোলা। কিছু বিধিনিষেধ আরোপ করে খুলে দেওয়া হয়েছে জিম কিংবা রেস্তোরাঁও। চলছে ট্রেন থেকে বাস-সবই। সেই পরিস্থিতিতে স্কুল তথা শিক্ষা কেন্দ্রগুলি কেন বন্ধ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। গত প্রায় দুবছরে ছাত্রছাত্রীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আর যাতে ক্ষতি না হয় তার জন্য তাঁরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সই সংগ্রহ অভিযানও শুরু হয়েছে। সেই অভিযানে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরও দেখা গিয়েছে। চিকিৎসকরাও বলছেন এবার খোলা হোক স্কুল-কলেজ।

 স্কুল খোলার দাবিতে আদালতে মামলা

স্কুল খোলার দাবিতে আদালতে মামলা

ইতিমধ্যেই রাজ্যে স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ মামলাটি দায়ের করা হয়েছে একটি ছাত্র সংগঠনের তরফে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে স্কুল খোলার দরকার বলে দরবার করা হয়েছে। বলা হয়েছে স্কুল বন্ধ থাকার ফলে একদিকে যেমন স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, অন্যদিকে বাল্যবিবাহও বেড়েছে। এছাড়াও শহরে, ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে অনলাইনের ক্লাস হলেও গ্রামে তা সম্ভব হচ্ছে না।

Goa Election 2022: ফের গোয়া সফরে অভিষেক, শেষ মুহূর্তে জোট নিয়ে জল্পনা তুঙ্গেGoa Election 2022: ফের গোয়া সফরে অভিষেক, শেষ মুহূর্তে জোট নিয়ে জল্পনা তুঙ্গে

English summary
WB State Education Dept sends letter to Chief Secretary to open schools from Class ix to Class xii in Covid-19 situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X