For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন কমিশনের অপসারিত রাজ্যসরকারি আধিকারিকদের পুনর্বহাল

Google Oneindia Bengali News

নির্বাচন কমিশনের অপসারিত রাজ্যসরকারি আধিকারিকদের পুনর্বহাল
কলকাতা, ২০ মে : লোকসভা নির্বাচনের আগে যে পুলিশ সুপার ও আধিকারিকদের অপসারণ করেছিল নির্বাচন কমিশন তাদের ফের পুনর্বহাল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নির্বাচনের নির্দেশে এদের ভোটের সময়ের জন্য সরানো হলেও ভোট মিটলেই পুরনো পদে ফেরানো হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার নির্হাচন কমিশন নির্বাচনের সাধারণ আচরণবিধি তুলে দেন। এবং জানিয়ে দেয় রাজ্য সরকার উন্নয়নের যাবতীয় কাজ ফের শুরু করতে পারে। অথবা এই সংক্রান্ত যে কোনও বিজ্ঞপ্তি জারিও করতে পারেন। নির্বাচন কমিশনের এই ঘোষাণার পরই অপসারিত পুলিশ সুপার ও আধিকারিকদের ফিরিয়ে আনার জন্য উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী,পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বর্ধমানের পুলিশ সুপার পদে ফিরছেন ভারতী ঘোষ, হুমায়ুন কবীর এবং সৈয়দ হোসেন মির্জা৷

মালদার এসপি রাজেশ যাদবকে সিআইডিতে বদলি করে বাঁকুড়ার অতিরিক্ত এসপি রূপেশ কুমারকে মালদার নতুন এসপি পদে নিয়োগ করা হয়েছিল৷নতুন নির্দেশে রূপেশ কুমারকে বাঁকুড়ায় ফেরত না পাঠিয়ে ডেপুটি কমান্ডান্ট ডিআইজি এপি সেল ব্যারাকপুর পদে বদলি করা হয়েছে৷ রাজেশ যাদবকেও মালদায় ফেরত না এনে উত্তর দিনাজপুরের এসপি করা হয়েছে৷ মালদার নতুন এসপি হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের এসপি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের এসপি শিসরাম ঝাঝারিয়া৷

কমিশনের নির্দেশের পর মুর্শিদাবাদের এসপি হয়েছিলেন সৈয়দ ওয়াকার রাজা৷ নতুন সরকারি নির্দেশে হুমায়ুন কবীর ফের মুর্শিদাবাদের এসপি পদ ফিরে পেলেও ওয়াকার রাজাকে সিআইডির এসএস পদে ফেরানো হয়নি৷ নবান্নের নতুন নির্দেশে সিআইডি-র এসএস পদে বদলি হচ্ছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিত জাভালগি৷

অন্যদিকে, কমিশনের নির্দেশে অপসারিত এক ডিএম এবং দুই এডিএমকেও আগের পদে পুনর্বহালের নির্দেশ জারি করেছে সরকার৷ যদিও নতুন নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠছে,কেন মালদার পুলিশ সুপারকে পুরনো পদে ফেরানো হল না? কেনই বা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের এসপি পদে ফেরার পর ওয়াকার রাজাকে সিআইডিতে ফেরাল না সরকার? কেনই বা উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকেই তড়িঘড়ি বদলি করা হল?

English summary
WB Govt reinstates officials removed by the EC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X