For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'করোনা হটস্পট' নিজামুদ্দিনে ছিলেন বাংলার ২১৮! এখন কোথায় তারা?

Google Oneindia Bengali News

ভারতে করোনা সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে গিয়েছে। সৌজন্য দিল্লির মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ। সেখান থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। এর জেরে কোভিড১৯-এর প্রকোপের প্রবল ধাক্কা খেয়েছে দিল্লি সহ গোটা দেশ। দিল্লির সেই সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন বাংলার ২১৮ জনও। তাদেরকে চিহ্নিত করেছে রাজ্য সরকার।

৪০০ জনেরও বেশি জনের শরীরে করোনা সংক্রমণ

৪০০ জনেরও বেশি জনের শরীরে করোনা সংক্রমণ

দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মসজিদ থেকে কমপক্ষে ৮৫০ জনকে অন্য একটি জায়গায় কোয়ারান্টাইন করে রাখা হয়েছে বলে খবর। এদের মধ্যে ৪০০ জনেরও বেশি জনের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে বলে জানা যায়। গতকাল তামিলনাড়ুতেও নিজামুদ্দিনে যাওয়া ৪৫ জনের শরীরে করোনা সংক্রমণের বীজের খোঁজ মেলে।

২ হাজার মানুষের সমাগম হয়েছিল দিয়েছিল

২ হাজার মানুষের সমাগম হয়েছিল দিয়েছিল

প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর।

রাজ্যে ২১৮ জনকে চিহ্নিত করা হয়েছে

রাজ্যে ২১৮ জনকে চিহ্নিত করা হয়েছে

এই পরিস্থিতিতে রাজ্য থেকে নিজামুদ্দিনে যাওয়া মানুষদের চিহ্নিত করতে শুরু করে সরকার। এখনও পর্যন্ত মোট ২১৮ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এদেরকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আনিয়ে নিউটাউনের হজ টাওয়ারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কোথায় কোথায় ছিলেন এই লোকেরা?

কোথায় কোথায় ছিলেন এই লোকেরা?

জানা গিয়েছে কোয়ারেন্টাইনে থাকা ২১৮ জনের মধ্যে রয়েছে ভাটপাড়ার পাঁচটি দম্পতি, দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার হওয়া ভিনদেশ ও ভিনরাজ্যের ৩০ জন। এদের পাশাপাশি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর ও খড়গপুর কলকাতা, পার্ক সার্কাসের বেশ কয়েকজনও রয়েছেন। এই সব ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের উপরও নজর রাখা হচ্ছে।

বিশেষ নজর রাখা হচ্ছে রোগীদের উপর

বিশেষ নজর রাখা হচ্ছে রোগীদের উপর

এদিকে গাজিয়াবাদে ভর্তি করোনা আক্রান্তদের অভব্য আচরণের ছবি সামনে এসেছে। অভিযোগ, সেখানে নার্সদের নিশানা করে প্রবলভাবে অশালীন আচরণ করছেন ওই রোগীরা। হাসপাতালে আইসোলেশনে থাকা জামাতের সদস্য রোগীরা অর্ধনগ্ন অবস্থায় হাঁটাচলা করতে শুরু করেছেন। এদিকে এই পরিস্থিতি যাতে নিউটাউনে না হয়, তার উপরও বিশেষ নজর রাখা হবে বলে জানা যাচ্ছে।

English summary
wb gov identified 218 who went to delhi's nizamuddin and sent them to quarantine in new town
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X