For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ১ম দফার ভোট : ১৩৩ ভোট প্রার্থীর সম্পত্তির হাল হকিকত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ এপ্রিল : আজ রাজ্যে ৩ জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই পর্বে যে ১৩৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। বাঁকুড়ার তালডাংরা থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁর সম্পত্তির পরিমান ৪০ কোটি টাকা। সমীরবাবুর দেওয়া হলফনামা অনুযায়ী ২০১৪-১৫ সালে তাঁর আয় ১ কোটি টাকা। [বিধানসভা নির্বাচনের ১ম দফার ১ম পর্যারে ভোটগ্রহণের লাইভ আপডেট]

এই ১৩৩ জন প্রার্থীর মধ্যে এমন ২১ জন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা নথিভুক্ত রয়েছে।

বাংলার ১ম দফার ভোট : ১৩৩ ভোট প্রার্থীর সম্পত্তির হাল হকিকত

সমীরবাবু ও তাঁর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী বিধানসভার প্রাক্তন পুরপ্রধান ছিলেন যিনি, দুজনের কাছে গহনা এবং স্বর্ণ-রৌপ বাট সহ আনুমানিক ১৭লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও সল্টলেক ও নিউটাউনে যে দুটি বাড়ি তাদের রয়েছে তার প্রত্যেকটির দামই ১১ কোটি টাকার বেশি বলে জানানো হয়েছে।

অন্যদিকে সমীর বাবুর প্রতিদ্বন্ধী সিপিএম প্রার্থী অমিত মিত্র হলফনামায় ৫৯ লক্ষ টাকা সম্পত্তির খতিয়ান দিয়েছেন। যদিও তার আয়করের তথ্য এখনও জমা পড়েনি।পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সিপিএম প্রার্থী পুলিন বিহারী বাস্কে হলফনামায় ৯৫ লক্ষ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনের কাছে জমা পরা তথ্য অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের বর্ণানায় আজ যে কজ প্রার্থীর ভাগ্যগণনা রয়েছে গড়ে তাদের মোট সম্পত্তির পরিমাণ ৪৭.৮ লক্ষ টাকা। যদিও ৩০ শতাংশ নিজের প্যান কার্ডের তথ্য কমিশনের কাছে জানায়নি।

পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী দেবজ্যোতি প্রসাদ সিং দেও এবং ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী সুকুমার হাঁসদা হলফনামায় যথাক্রমে ২ কোটির কিছু বেশি এবং ৭১ লক্ষ টাকার সম্পত্তির ঘোষণা করেছেন। অন্যদিকে বাঁকুড়ার রায়পুরের বিজেপি প্রার্থী সুধাংশু হাঁসদা ১৬ লক্ষ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন।

তবে কিছু বিস্ময়কর তথ্যও উঠে এসেছে এখানে। ভারতীয় পুরুলিয়ার পারা বিধানসভা কেন্দ্রের সমাজ পার্টির প্রার্তী পবিত্র বাউড়ি 'শূন্য' টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। পুরুলিয়ার মানবাজার ও বলরামপুর এবং পশ্চিম মেদিনীপুরের বীনপুরের এসইউসিআই প্রার্থীরা ১০০০ টাকা বা তার সামান্য বেশি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন হলফনামায়।

যে ২১ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক ধারায় অভিযোগ রয়েছে তাদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধ যেমন খুন, ধর্ষণ এবং ডাকাতির অভিযোগ রয়েছে। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে শালবনীর সিপিএম প্রার্থী শ্যামসুন্দর পাণ্ডে। তাঁর বিরুদ্ধে ২ টি খুন, ১টি খুনের চেষ্টার মামলা রয়েছে।

English summary
WB Election 2016 1st Phase 1st, assets related intersting facts about Candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X