For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের নাম বদলে হচ্ছে 'বাংলা',প্রস্তাব পাস বিধানসভায়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ আগস্ট : রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাস হল বিধানসভায়। ভোটাভুটির পরে ১৮৯-৩১ ভোটে প্রস্তাবে শিলমোহর লাগল। বাংলায় রাজ্যের নাম হবে 'বাংলা', হিন্দিতে 'বঙ্গাল' এবং ইংরাজিতে হচ্ছে 'বেঙ্গল'। তবে নাম পরিবর্তনের বিরোধিতা করে এবং কথা বলতে দেওয়া হয়নি অভিযোগ এনে ওয়াক আউট করে কংগ্রেস। বিরোধিতা করে বাম ও বিজেপি। বিরোধীদের বিরোধিতার আচরণের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। [পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কে কি বলছেন?]

রাজ্য মন্ত্রিসভা আগেই রাজ্যের নাম বদলে সায় দিয়েছিল। তবে নাম পরিবর্তন হয়ে বঙ্গ না বাংলা হবে তা নিয়ে ছিল দ্বিমত। আজ, বিধানসভায় এই প্রস্তাবটি পেশ করার করা হয়। ১৮৯-৩১ ভোটে বাংলার পক্ষে রায় যায়। এবার নয়া নামে সম্মতির জন্য আবেদন জানানো হবে দিল্লিতে। [মেট্রো স্টেশনের পর এবার ৬ শহরের নতুন নামকরণ মমতার]

পশ্চিমবঙ্গের নাম বদলে হচ্ছে 'বাংলা', প্রস্তাব পাশ বিধানসভায়

কংগ্রেস এর বিরোধিতা করলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। নামবদলের প্রস্তাবেই শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে নামবদলের বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করে মমতা বলেন, "নাম পরিবর্তন নিয়ে বিরোধিতা দুঃখজনক। শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করা হয়েছে। কংগ্রেসে বামেদেরই শাখা। তবে বিরোধিতা করলেও কিছু যায় আসে না। কেন্দ্রকে বলব পরবর্তী পদক্ষেপ যাতে তাড়াতাড়ি নেওয়া হয়।"

রাজ্যের নাম বদলের সমর্থনে মমতা আরও বলেন, "নাম বদল নিয়ে কারোর সমস্যা হওয়ার কথাই নয়। এমনিতেও চলতি কথাতে বাইরের মানুষজন বেঙ্গলই বলে রাজ্যকে। সাহিত্যে পশ্চিমবঙ্গকে বাংলা নামে উল্লেখ করা হয়েছে। তাহলে অসুবিধা কোথায়। সুনীল দা বেঁচে থাকলে পরিবর্তনের নাম শুনে খুশি হতেন।" মুখ্যমন্ত্রীর কথায় বাংলার নিজস্ব ব্র্যান্ড তৈরি করার জন্যই এই নাম পরিবর্তনের প্রয়োজন ছিল।

English summary
WB assembly passes resolution on renaming state 'Bangla' in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X