For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিপুরদুয়ারের যশোডাঙায় পাইপ ফেটে বিপত্তি! তিনমাস ধরে কোনও কাজ না হওয়ার অভিযোগ

যশোডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে জলের পাইপটি ভেঙে পরে আছে বহুদিন।

  • |
Google Oneindia Bengali News

যশোডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে জলের পাইপটি ভেঙে পরে আছে বহুদিন। কিন্তু সেই জলের পাইপটি আজও তা ঠিক করা হয়নি। এর ফলে ইতিমধ্যেই ধস নামার কারণে বসে যাচ্ছে সেই জলের পাইপটি ও রাস্তা। আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের কর্মকর্তাদের বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই । প্রশাসন ও পিডব্লিউডি সহ জন স্বাস্থ্য দফতর সহ অন্যান্য আধিকারিকদের জানানো হলে কোনো কাজই তারা করেননি বলে অভিযোগ।

 আলিপুরদুয়ারের যশোডাঙায় পাইপ ফেটে বিপত্তি! তিনমাস ধরে কোনও কাজ না হওয়ার অভিযোগ

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যশোডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ গত তিন মাস ধরে পাইপটি ফেটে জল অল্প অল্প করে জল বের হচ্ছিল । কিন্তু গত ২৫ দিন যাবৎ ক্রমশই জলের পরিমাণে বেড়ে চলেছে। এর ফলে পাকা রাস্তার একটা বড় অংশ ধস নেমে গেছে।
এলাকার বাসিন্দা তপন বর্মন বলেন গত পঁচিশ দিন ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত । এর ফলে পাকা রাস্তার একটা বড় অংশ ধসে গেছে । খুব শীঘ্রই এই রাস্তা সহ জলের লাইনটি ঠিক করা দরকার ।

English summary
Water supply line of Aliporeduar Shamuktala breaks three months bef
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X