For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় রেললাইনে জল। ফলে ট্রেন চলছে ধীরগতিতে। প্রায় সব ট্রেনই অনেক লেটে চলছে। এনজেপি স্টেশনে অপেক্ষায় শত শত যাত্রী। বিভিন্ন স্টেশনে আটকে একাধিক দুরপাল্লার ট্রেন

  • |
Google Oneindia Bengali News

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় রেললাইনে জল জমেছে। ফলে ট্রেন চলছে ধীরগতিতে।

প্রায় সব ট্রেনই অনেক লেটে চলছে। এনজেপি স্টেশনে অপেক্ষা করছেন শত শত যাত্রী।

[আরও পড়ুন:উত্তরবঙ্গে টানা বর্ষণে ফুঁসছে ২০ টি নদী, আরও বৃষ্টির পূর্বাভাস, বিপর্যস্ত জনজীবন][আরও পড়ুন:উত্তরবঙ্গে টানা বর্ষণে ফুঁসছে ২০ টি নদী, আরও বৃষ্টির পূর্বাভাস, বিপর্যস্ত জনজীবন]

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে কিষাণগঞ্জেও রেললাইনে জল। রবিবার ভোররাত থেকে বীরভূমের মুরারই-এ আটকে রয়েছে নিউ জলপাইগুড়িগামী দার্জিলিং মেল। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে দুরপাল্লার আরও বেশ কয়েকটি ট্রেন। উত্তরবঙ্গ ও অসমগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। নিমতিতা স্টেশনে আটকে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস। কুমেদপুর স্টেশনে আটকে অসমগামী কামরূপ এক্সপ্রেস।

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেনে বন্ধ এসি। ফুরিয়ে যাচ্চে খাবার জল। যে সব পরিবারে ছোট বাচ্চা রয়েছে, তাঁদের দুর্ভোগটা আরও বেশি। দুর্ভোগে পড়া মানুষজন কলকাতায় ফিরে যাবেন কিনা তা ঠিক করে উঠতে পারছেন না। কেননা সেক্ষেত্রে আদৌ কলকাতায় ফেরার ট্রেন মিলবে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে রেল সূত্রে খবর, উত্তরবঙ্গ এক্সপ্রেসকে মালদা স্টেশন থেকে শিয়ালদায় ফেরত পাঠানো হচ্ছে।

প্রবল বৃষ্টিতে লাইনে জল, বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে

টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে রেল পথে জল জমেছে । ফলে ট্রেন চলছে ধীরগতিতে। আবার কোথাও নদীর জলোচ্ছ্বাসের জন্য রেল সেতুতে ট্রেন চালানো হচ্ছে ধীর গতিতে।

English summary
Water on rail track, North bengal bound train services disrupted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X