শনিবার এই মরসুমের উষ্ণতম দিন! কালবৈশাখীর হানা বিভিন্ন জায়গায়
মরসুমের উষ্ণতম দিন শনিবার। এদিনের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটায় বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিলগুলিতে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ও দক্ষিণ দিনাজপুরে দুপুরের পর কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় ভাবে অন্য জায়গাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ১১.৬
কালিম্পং ১৫
কোচবিহার ২২.১
জলপাইগুড়ি ২৩.৪
শিলিগুড়ি ২১.৮
মালদা ২৬

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোনও কোনও সন্ধের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ২১.৪
বাঁকুড়া ২৪.১
শ্রীনিকেতন ২৬
বর্ধমান ২৫

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
এদিন সন্ধের আগেই নদিয়া জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য জায়গাগুলিতে সন্ধের পর কালবৈশাখী হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৯.৮
ব্যারাকপুর ২৫.৯
দিঘা ২২.২
কাঁথি ২২
দমদম ২৬.৬
ক্যানিং ২৬.৪
ডায়মন্ডহারবার ২৫.৪