For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট ঘিরে রণক্ষেত্র চোপড়া! পাথরবৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। এলাকায় পাথর বৃষ্টি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। এলাকায় পাথর বৃষ্টি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ করে, গ্রামবাসীদের একাংশ ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। গ্রামবাসীদের ভোট কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভোট কেন্দ্রে কাছে নিয়ে বেঁকে বসেন গ্রামবাসীরা। তাঁরা কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন।

ভোট ঘিরে রণক্ষেত্র চোপড়া! পাথরবৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

যে সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হয়, সেই সময় ওই কেন্দ্রে রাজ্য পুলিশও ছিল কম। ভোটারদের বোঝানোর কাজ শুরু হয়। হঠাৎই গ্রামবাসীদের একাংশ এক ব্যক্তিকে তাড়া করেন। বলেন ওই ব্যক্তি সকাল থেকে ভোটদানের বাধা দিচ্ছিলেন। তাকে তৃণমূল নেতা বলে সনাক্ত করা হয়। মারমুখী জনতার থেকে রক্ষা করে তাকে তুলে দেওয়া হয় পুলিশের গাড়িতে। গ্রামবাসীদের ওই অংশ বলে, পঞ্চায়েত ভোট দিতে দেয়নি। তারা ভোট দিতে চান। পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন তারা।

ভোট ঘিরে রণক্ষেত্র চোপড়া! পাথরবৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

এরপরেই ছুটে আসে অপর অংশের মারমুখী জনতা। তারা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে দাবি করে যারা অবরোধ করেছিল তারা বিজেপি নেতার নির্দেশে কাজ করছে। কেন তাদের নেতাকে ধরা হয়েছে, তার জবাব চান তারা। ঘন্টা খানের এই পরিস্থিতি চলার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। জনগণকে ভোটদানের আহ্বান জানান তারা।

English summary
Voting disrupted due to clash between TMC and BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X