For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট দিতে গিয়ে ভোটাররা জানতে পারলেন তাঁরা সবাই মৃত! অদ্ভুত-কাণ্ড মালদহে

ভোট দিতে গিয়ে ভোটাররা জানতে পারলেন তাঁরা সবাই মৃত! অদ্ভুত-কাণ্ড মালদহে

Google Oneindia Bengali News

করোনার বাড়বৃদ্ধির মধ্যে অষ্টম দফা নির্বাচন হল বাংলায়। কোভিড বিধি মেনে এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন ভোটাররা। কিন্তু ভোট দিতে গিয়েই বাধল বিপত্তি। এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ে ভোটাররা ভোট প্রয়োগের আগে জানতে পারলেন, তাঁরা সবাই মৃত।

বুথে ঢুকে জানতে পারলেন, তাঁরা জীবিত নন মৃত

বুথে ঢুকে জানতে পারলেন, তাঁরা জীবিত নন মৃত

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকায়। ইংরাজবাজারের সুভাষপল্লিতে এই অদ্ভুতুড়ে অভিজ্ঞতার শিকার এক জন নয়, একাধিক ভোটার। সুভাষপল্লির মাতৃসদনে ৯৪ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে বুথে প্রবেশ করে তাঁরা জানতে পারেন, তাঁরা জীবিত নন মৃত। জলজ্যান্ত মানুষগুলোকে মৃত বলে দেখাচ্ছে ভোটার তালিকা।

জীবন্ত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে তালিকায়

জীবন্ত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে তালিকায়

একের পর এক জীবন্ত মানুষকে মৃত বলে তালিকায় দেখানো হয়েছে। ফলে তাঁরা ভোট দিতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সি্ংহপাড়ার বাসিন্দা মানিকচকের একটি বুথে দেখেন আরও পাঁচ জনের মতো তিনিও মৃত। অগত্যা ভোট না দিয়ে ফিরে আসেন তিনি।

পঞ্চায়েত ভোটের মতো ছক করেছিল তৃণমূল, কেন্দ্রীয় বাহিনী তা বানচাল করেছে, ভোট দিয়ে নিশানা অধীরেরপঞ্চায়েত ভোটের মতো ছক করেছিল তৃণমূল, কেন্দ্রীয় বাহিনী তা বানচাল করেছে, ভোট দিয়ে নিশানা অধীরের

জীবদ্দশায় নিজের মৃত্যু সংবাদ শুনে ক্ষুব্ধ অনেকে

জীবদ্দশায় নিজের মৃত্যু সংবাদ শুনে ক্ষুব্ধ অনেকে

অভিযোগ, ভোটার তালিকায় তাঁর মৃত বাবার পরিবর্তে তাঁর নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়েচে। মানিকচক শিক্ষা নিকেতনের ১১২ নম্বর বুথের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুথে গিয়ে জীবদ্দশায় নিজের মৃত্যু সংবাদ শুনতে হয়েছে অনেক ভোটারকে। অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধ। বিষয়টি তদন্তের দাবি করেছেন তাঁরা।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে জীবন্ত মানুষকে মৃত বলে উল্লেখ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে জীবন্ত মানুষকে মৃত বলে উল্লেখ

প্রশ্ন উঠেছে, এক-আধজনের ক্ষেত্রে ভুল হতে পারে, পাঁচ-জন ভোটারের ক্ষেত্রে একই ধরনের ভুল করা হয়েছে। বেঁচে থাকলেও ভোটার তালিকায় তাঁকে মেরে দেওয়া হয়েছে। এসবই হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এই ঘটনার পিছনে কোনও গূঢ় রহস্য রয়েছে। অবিলম্বে তদন্ত সাপেক্ষে এই ভুল সংশোধন করতে হবে। নতুন ভোটার তালিকায় যেমন ভুল রয়েছে অজস্র, তেমনই ভোটার কার্ড সংশোধনের পরও প্রচুর ভুল ধরা পড়েছে আবারও।

প্রতীকী ছবি

English summary
Voters can know when they go to vote that they are all dead in English Bazar of Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X