For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাক লাগাচ্ছে বিশ্বভারতী, সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এল তৃতীয় স্থানে

তাক লাগাচ্ছে বিশ্বভারতী, সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এল তৃতীয় স্থানে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য হোক বা দেশ, করোনাকালে ধুঁকছে গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থা। যদিও এরমাঝে কিছুদিন আগে সকলকে দেশের সেরা বিশ্ববিদ্যায়লের তালিকায় সামনের সারিতে নিজের নাম তুলে সকলে চমকে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার সকলকে তাক লাগিয়ে দেশে চতুর্থ এবং রাজ্যের তৃতীয় সেরার স্বীকৃতি অর্জন করে নিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

তাক লাগাচ্ছে বিশ্বভারতী, সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এল তৃতীয় স্থানে

স্বভাবতই বিশ্বভারতীর এই গর্বের নজিরে বেশ খুশি বিশ্ববিদ্যালের উপাচার্য থেকে শরু করে ছাত্রছাত্রীরা। 'দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়েই উঠেছে বিশ্ব ভারতীর নাম। তাদের সদ্য প্রকাশিত সেরা বিশ্ব বিদ্যালয়ের তালিকায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় দেশের মধ্যে ১৮ নম্বর স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়,কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ২০তম স্থানে।

তালিকায় দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে গুজরাতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। যদিও রাজ্যের মধ্যে কলকাতা ও যাদবপুরের পরেই তালিকায় ২১তম স্থান গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দখলে গিয়েছে। ২০২১-'২২ সালে এই র‍্যাঙ্কিংয়ে ভারতের ৬৮টি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে বলে জানা যাচ্ছে।

মন ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিমিমন ভালো নেই, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিমি

এই তালিকায় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথমে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্বস্তরে বিশ্বভারতীর র‍্যাঙ্কিং দাঁড়িয়েছে ১১০২।

English summary
Visva-Bharati rose to third place in the list of best universities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X