For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরে বসন্ত উৎসবের দিনক্ষণ ঠিক করা নিয়ে ধন্দে বিশ্বভারতী

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে বসন্ত উৎসবের দিনক্ষণ ঠিক করা নিয়ে ধন্দে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, সরকার যদি এই অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরবরাহ করে তবে যথারীতি, হোলির দিনই বার্ষিক 'বসন্ত উৎসব' করতে ইচ্ছুক আমরা।

বসন্ত উৎসবের তারিখ পুনর্বিবেচনা করতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ

এর আগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছিলেন যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে ৯ই মার্চের পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার বলেন, “ ইতিমধ্যেই বসন্ত উৎসবের তারিখ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সরকার যদি পর্যাপ্ত সুরক্ষা এবং অন্যান্য ব্যবস্থা গুলি নিশ্চিত করে তবে এই উৎসব ৯ই মার্চ পালিত হতে পারে।”

তিনি আরও বলেন, কমিটির সদস্যরা শীঘ্রই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে এই অনুষ্ঠানের তারিখ সম্পর্কে আলোচনা করার জন্য দেখা করবেন। যদিও এর আগে বসন্ত উৎসবের তারিখ বদল নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের একাংশের এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছিল বলেও জানা যাচ্ছে।

English summary
This year Vishva bharati university authority is Confused with setting the day for the Basanta Utsav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X