For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী,নির্বাচনের আগের রাতে কোচবিহারে উত্তেজনা

গতকাল রাত ৯টা নাগাদ দিনহাটার রাখালমারি গ্রামে আনারুল মিয়া নামে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন ঘিরে এমনিতেই অ্যাসিড টেস্টের মুখে রাজ্য প্রশাসন। এদিকে নির্বাচনের আগের রাতে কোচবিহারের বিভিন্ন অংশ থেকে হিংসার খবর আসতে থাকে। দিনহাটাতে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।

দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী,নির্বাচনের আগের রাতে কোচবিহারে উত্তেজনা

জানা গিয়েছে, গতকাল রাত ৯টা নাগাদ দিনহাটার রাখালমারি গ্রামে আনারুল মিয়া নামে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুরুতর আহত আনারুলকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ বিজেপি-র দিকে। তৃণণূলের তরফে উদয়ন গুহর দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেলরাতে কোচবিহারের একাধিক এলাকায় রাতভোর গুলি ও বোমা র আওয়াজ পাওয়া গিয়েছে। এলাকায় রাজনৈতিক সংঘর্ষ আরও ব্যাপক মাত্রা পায় তৃণমূলের আনারুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়। এদিকে , আজ ভোটগ্রহণ পর্বে, গ্রাম বাংলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ মিলিয়ে মোট আসন ৫৮,৬৯২। কিন্তু, এর মধ্যে ভোটগ্রহণ হচ্ছে ৩৮,৬০৫টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯২১৭টি আসনের মধ্যে ভোটগ্রহণ হচ্ছে ৬,১৫৭টি আসনে। গ্রাম পঞ্চায়েতে ৪৮,৬৫০টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৩১৮২৭টি আসনে এবং জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৬২১টি আসনে।

English summary
Violence in North Bengal's Dinhata before West Bengal Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X