For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিগর্ভ দমদম: তোপ পাল্টা তোপে মুকুল-জ্যোতিপ্রিয়! শেষ দফার আগে তুঙ্গে রাজনৈতিক পারদ

দমদমের রাস্তায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে আক্রমণ ও মুকুল রায়ের গাড়ি ভাঙচুর ঘিরে বৃহস্পতিবার রাত বাড়তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

Google Oneindia Bengali News

দমদমে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে আক্রমণ ও মুকুল রায়ের গাড়ি ভাঙচুর ঘিরে বৃহস্পতিবার রাত বাড়তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপি তৃণমূলের দিকে দিলেও, ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে ঘাসফুল শিবির।

অগ্নিগর্ভ দমদম: তোপ পাল্টা তোপে মুকুল-জ্যোতিপ্রিয়! শেষ দফার আগে তুঙ্গে রাজনৈতিকপারদ


মুকুল রায়ের গাড়িতে টাকা রয়েছে, এবং দমদমের নাগেরবাজারে একটি বাড়িতে মুকুল রায় পৌঁছে সিপিএম-বিজেপি বৈঠক করাচ্ছেন। এমন দাবি তুলে বৃহস্পতিবার রাতেই সরগরম ওঠে ওঠে দমদম এলাকা। ঘটনা ঘিরে মুকুল রায় জানিয়েছে, ' কয়েকজন লোক আমার গাড়ির দিকে এগিয়ে আসেন আর ইট ছুড়তে থাকেন।আমি দেখিনি কে করেছেন। আমার ধারণা এটা কোনও রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এঁরা সাধারণ মানুষ নন। আমি পুলিশের কাছে যাব। এই লোকজনদের মুখ নিশ্চয়ই সিসিটিভিতে দরা পড়বে, পুলিশের ব্যাবস্থা নেওয়া উচিত। আমি বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ভীত হয়ে রয়েছেন।'

[আরও পড়ুন: মোদীর সভার পর রাত বাড়তেই রণক্ষেত্র দমদম! মুকুল রায়ের গাড়ি ভাঙচুর][আরও পড়ুন: মোদীর সভার পর রাত বাড়তেই রণক্ষেত্র দমদম! মুকুল রায়ের গাড়ি ভাঙচুর]

এদিকে , ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগই নেই বলে দাবি দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর দাবি, গোটা ঘটনাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে। বিজেপি নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের পর সমবেদন আদায় করতে চাইছে বলে দাবি করেন এই ঘাসফুল নেতা।

[আরও পড়ুন:শেষ দফা ভোটের আগে কড়া পদক্ষেপ !ডায়মন্ডহারবার নিয়ে কোন বার্তা কমিশনের][আরও পড়ুন:শেষ দফা ভোটের আগে কড়া পদক্ষেপ !ডায়মন্ডহারবার নিয়ে কোন বার্তা কমিশনের]

English summary
Violence in Dumdum update: here what mukul Roy and jyotipiryo said .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X