For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি ফেরতের দাবিতে ফের উত্তাল অনুব্রতর গড়! ৩ নেতার বাড়ি ঘেরাও, মারধর

কাটমানি ফেরতের দাবিতে ফের উত্তাল অনুব্রত গড়। এদিন সকালে ইলামবাজারের ৩ টি গ্রামে তিন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। তাঁদের শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

Google Oneindia Bengali News

কাটমানি ফেরতের দাবিতে ফের উত্তাল অনুব্রত মন্ডলের গড় বীরভূম। এদিন সকালে ইলামবাজারের ৩ টি গ্রামে তিন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। তাঁদের শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে কাটমানির কথা অস্বীকার করা হয়েছে।

কাটমানি ফেরতের দাবিতে ফের উত্তাল অনুব্রত গড়! ৩ নেতার বাড়ি ঘেরাও, মারধর

কাটমানি ফেরতের দাবিতে বীরভূমের ইলামবাজারে ৩ তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ। ২ নেতাকে মারধরের অভিযোগ। পুলিশের সামনেই নেতাকে দিয়ে লেখানো হয় মুচলেকা।

সূত্রের খবর অনুযায়ী,এদিন সকাল থেকেই ইলামবাজার ব্লকের ইসারডি, ওপরতলা, কামারপাড়ায় বিক্ষোভ শুরু হয়ে যায়। এলাকায় পঞ্চায়েতের প্রতিনিধি আর শাসকদলের নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। প্রত্যেকের কাছেই কাটমানি ফেরতের দাবি করা হয়। এর মধ্যে দুটি জায়গায় জনপ্রতিনিধিদের ধাক্কাধাক্কি এবং মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সাধারণ মানুষকে বোঝানোরও চেষ্টা করছে পুলিশ। কিন্তু যেভাবে মারমুখি হয়ে উঠছে সাধারণ মানুষ তাতে উদ্বেগে প্রশাসনিক কর্তারা।

[আরও পড়ুন:বাংলায় টলিউড দখলে বিজেপি! মুকুল-দিলীপগোষ্ঠী সামনে আনছে কোন সেলেবদের][আরও পড়ুন:বাংলায় টলিউড দখলে বিজেপি! মুকুল-দিলীপগোষ্ঠী সামনে আনছে কোন সেলেবদের]

এর আগে দুবরাজপুরে কাটমানি ফেরত চাইতে গেলে পাঁচ গ্রামবাসী ছররা গুলিতে আহত হন। তাঁদেরকে সিউড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত প্রধান।

[আরও পড়ুন: 'আপনি আর আপনার পরিবার রাজনীতি ছাড়লে নতুন ভারত তৈরি হবে', রাহুলকে ঝাঁঝালো তোপ বলি-স্টারের][আরও পড়ুন: 'আপনি আর আপনার পরিবার রাজনীতি ছাড়লে নতুন ভারত তৈরি হবে', রাহুলকে ঝাঁঝালো তোপ বলি-স্টারের]

English summary
Villagers of Illambazar in Birbhum are angry they wants Cut Money back. Villagers geraoed three TMC leadershouse.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X