উন্নত মাছ চাষের জন্য নয়া চুক্তি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
উন্নত মাছ চাষের জন্য আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে একটি সংস্থার সঙ্গে চুক্তি করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই চুক্তি স্বাক্ষর করার ফলে এই বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের ছাত্র ছাত্রীরাও উপকৃত হবে ।

এলাকায় যারা মাছ চাষ করে তারাও লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন এই বিশ্ববিদ্যালয়ের মত্স্য বিভাগের প্রধান বাসুদেব মন্ডল।
যে সংস্থার সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে তারা জৈব পদার্থ ব্যবহার করে মাছের খাদ্য ও ওষুধ তৈরি করে । দেশের বিভিন্ন স্থানে তাদের শাখা আছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় জানিয়েছে এই চুক্তি স্বাক্ষর করার পর ছাত্র ছাত্রীরা ওই সংস্থায় ট্রেনিং নিতে পারবেন ও সেখানে তারা চাকরির সুযোগ পাবেন।
এর পাশাপাশি এই সংস্থা যে সব জিনিস তৈরি করে সেগুলো র মান কেমন ও কী ভাবে তা আরও ভালো করে আরো উন্নত মানের মাছ চাষ করা যায় তা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মত্স্য বিভাগ জিনিস গুলো অ্যানালিসিস করে আরো ভালো করার পরামর্শ দিতে পাববে।
এলাকায় যারা চিঙড়ি, মাগুর সহ অন্যান্য মাছ চাষ করছেন তারাও এর ফলে উপকৃত হবেন ও তাদের মাছ চাষ পদ্ধতি উন্নত মানের হবে বলে জানিয়েছেন তিনি।