For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌শুক্রবার থেকে তিনদিন ধরে কলকাতায় পালন হবে বিজয় দিবস

‌শুক্রবার থেকে তিনদিন ধরে কলকাতায় পালন হবে বিজয় দিবস

Google Oneindia Bengali News

ঠিক ৪৮ বছর আগে ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানের যশোর (‌বর্তমান বাংলাদেশ)‌ দখল করেছিল। সেনার ইস্টার্ন কম্যান্ড শুক্রবার সেই দিনটিকে স্মরণ করবেন। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের ১৩দিনের সেই যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। যদিও সেটি ১৬ ডিসেম্বর। কিন্তু কলকাতার ইস্টার্ন কম্যান্ড ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই বিজয় দিবস উদযাপন করবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ৩০ জন মুক্তিযোদ্ধা ও ২১ জন প্রবীণ নাগরিক।

‌শুক্রবার থেকে তিনদিন ধরে কলকাতায় পালন হবে বিজয় দিবস


১৯৭১ সালের ৭ ডিসেম্বর ৬২ ব্রিগেডের ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তান বাহিনীর তিক্ত যুদ্ধ শুরু হয় কালিগঞ্জে। বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে ভারতীয় সেনা প্রাণপণ লড়াই চালিয়ে যায় পাকিস্তানের সঙ্গে। যদিও এর আগেই পাক সেনার পক্ষ থেকে ভারতীয় সেনার ১১টি শিবিরে বিমান হামলা করা হয়েছিল। ১৩ দিনের যুদ্ধের পর অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্সে ভারতীয় কমান্ডর জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পন করেন পাকসেনা কমান্ডর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি। ৯৩ হাজার পাক সেনা বন্দী হয় জেলে। স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। তাই এই দিনটি শুধু বাংলাদেশের কাছেই নয় ভারতের কাছেও যথেষ্ট গৌরবময় দিন।

শনিবার মেজর জেনারেল এন ডি প্রসাদ, এমজিজিএস, ইস্টার্ন কম্যান্ড ১৯৭১ সালে সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীকে কিভাবে মুক্তিযোদ্ধারা সাহায্য করেছিল তা জানাবেন। এছাড়াও এই যুদ্ধের কাহিনী ও অভিজ্ঞতা শোনাতে শনিবার উপস্থিত থাকবেন ভারত–বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মহম্মদ বসির উদ্দীন, সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, তরুণ গাঙ্গুলী ও মানস ঘোষ।

English summary
Pakistan Army Commander Lieutenant General AK Niazi surrendered to Indian Commander Jagjit Singh Arora at Ramna Racecourse in Dhaka on December 16 after a 13-day war,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X