ইউনিট বন্ধের জেরে উত্তেজনা ভদ্রেশ্বর ভিক্টোরিয়া জুটমিলে

ভিক্টোরিয়া মিলের হেসিয়ান বিভাগে সাসপেনশন ওফ ওয়ার্কের নোটিশকে কেন্দ্র করে এদিন উত্তেচনা ছড়ায় মিল চত্ত্বরে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, উৎপাদনের সঙ্গে চাহিদার ভারসাম্য রাখতেই সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে ইউনিট। কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, উৎপাদন অনুযায়ী চাহিদা কম থাকায় প্রাথমিকভাবে কারখানার তিনটি শিফট কমিয়ে দুটি শিফট করা হয়। আপাতত একটা বিভাগ বন্ধ করা হল।
যদিও শ্রমিকদের আশঙ্কা গোটা কারখানা বন্ধ করে দিতে চাইছে মালিকপক্ষ। তাই একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে ইউনিটগুলি। কাজ হারানোর ভয় থেকেই প্রথমে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে শ্রমিকরা। তারপরই চলে ভাঙচুক। মারধর করা হয় ম্যানেজার জিসি উপাধ্যায়কে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিক্টোরিয়া জুট মিলে প্রায় পাঁচ হাজার মতো কর্মী কাজ করেন। শুধু হেসিয়ান বিভাগেই কাজ করেন প্রায় ১২০০-১৫০০ জন। এই ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় পথে বসতে হবে এই শ্রমিকদের।