For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগুন লাগিয়ে দিয়েছিল ধর্ষকরাই, কিশোরীর জবানবন্দীর ভিত্তিতে খুনের মামলা

Google Oneindia Bengali News

আগুন লাগিয়ে দিয়েছিল ধর্ষকরাই, কিশোরীর জবানবন্দীর ভিত্তিতে খুনের মামলার আর্জি
কলকাতা, ২ জানুয়ারি : মধ্যমগ্রামের ধর্ষণকাণ্ড ক্রমশ নয়া মোড় নিচ্ছে। আত্মহত্যা নয়, নির্যাতিতা কিশোরীর গায়ে অভিযুক্তরাই কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পাঁচ দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে এমনটাই পুলিশের কাছে জবানবন্দী দেওয়ার সময় জানিয়েছিলেন মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরি।

প্রতিবাদে মুখর কলকাতাবাসী,পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গে আসবে জাতীয় মহিলা কমিশন

সেই জবানবন্দীর ভিত্তিতেই এই ঘটনায় গ্রেফতার হওয়ায় দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার জন্য বারাকপুর আদালতে আর্জি জানানো হয়েছিল বলে বৃহস্পতিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এডি সিপি সন্তোষ নিম্বলকর জানিয়েছিলেন। সেই আর্জিতে সিলমোহর লাগিয়েছে আদালত। অভিযুক্ত রতন শীল ও মিন্টা শীলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হল।

পুলিশকে দেওয়া কিশোরীর ওই জবানবন্দী মৃত্যুকালীন জবানবন্দী হিসাবেই গণ্য হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, মধ্যমগ্রামের ধর্যণের ঘটনাটিতে ৬ জন অভিযুক্তই গ্রেফতার হয়েছে। তাদের নামে চার্জশিটও দেওয়া হয়েছে। মেয়েটির উপর হামলা ও হুমকির ঘটনাতেও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ভাল কাজের সার্টিফিকেট দিয়ে বাসুদেববাবু বলেন, পুলিশ তদন্তের কাজ ভাল করছে, তাই সিআইডি তদন্তের কথা ভাবাই হচ্ছে না।

English summary
'Victim was murdered, did not commit suicide'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X