রামমন্দির নির্মাণের বিজয়োৎসব রামনবমীতেই, এ রাজ্যেও তোড়জোড় শুরু ভিএইচপির
অযোধ্যা মামলার রায় বেরিয়েছে। সেই রায় গিয়েছে রামমন্দিরের পক্ষে। কিন্তু রামমন্দির নিয়ে কোনও উল্লাস বা আনন্দ কিছুই করা হয়ে ওঠেনি। বিশ্ব হিন্দু পরিষদ এবার সামিল হচ্ছে রামমন্দির নিয়ে বিজয়োৎসবের। আর এ জন্য তারা বেছে নিয়েছে রামনবমীকেই। রামমন্দির প্রাপ্তির আনন্দে মা্ততে রামনবমীকেই পাখির চোখ করেছে তারা।

শতাব্দী প্রাচীন মামনার রায় বের হওয়ার পর দেশের ইতিহাসে এক বড়সড় বিবাদের অবসান হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রামমন্দির তৈরির ক্ষেত্রে আর কোনও বাধা নেই। এরপর সঙ্ঘের নিষেধাজ্ঞায় কোনও বিজয়-উল্লাস করে উঠতে পারেনি কেউই। সেই বিজয়োৎসব হবে এবার রামনবমীতে।
সেই কারণে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গোটা দেশজুড়েই এই আনন্দ-উদ্দীপনা হবে। রাজ্যের ব্লকে ব্লকেও রামনবমী পালনের প্রস্তুতি চলছে। বিশ্ব হিন্দু পরিষদ তৈরি হচ্ছে। বিজেপিও রামনবমী পালনের জন্য তৈরি হচ্ছে। তবে তারা এখনও এই দিনটিকে রামমন্দির প্রাপ্তির জন্য বিজয়-উৎসব হিসেবে চিহ্নিত করেনি।
এখন দেখার বিজেপি এই রামনবমীকে কোন খাতে বইয়ে দেয়। এমনিতেই গত কয়েক বছর ধরে রামনবমী নিয়ে এ রাজ্যেও প্রবল উত্তেজনা তৈরি হচ্ছে। বিজেপি এই রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে সামিল হচ্ছে এবং পরোক্ষে তৃণমূল রামনবমীতে অস্ত্র মিছিল নিষিদ্ধ করেছে। ফলে উত্তেজনা চরমে উঠছে প্রতিবারই। এবারও তার অন্যথা হবে না বলেই রাজনৈতিক মহলের মত।