For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন মিত্র ঢুকতেই বোমাবৃষ্টি, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ভাটপাড়ায় আক্রান্ত হলেন প্রার্থীও

এক নির্বাচন হয়েছে, তা মিটতে না মিটতেই আর এক নির্বাচন ভাটপাড়ায়। ভাটপাড়া কেন্দ্রে সেই উপনির্বাচনের আগে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া।

Google Oneindia Bengali News

ভোটের আগের রাত থেকেই অগ্নিগর্ভ ছিল এলাকা। ভোটের দিন সকালে খানিক শান্ত পরিস্থিতি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়াল ভাটপাড়ার উপ নির্বাচনে। তৃণমূল প্রার্থী মদন মিত্র এলাকায় ঢুকতেই তা চরমে পৌঁছয়। শুরু হয় বোমাবাজি। আক্রান্ত হন স্বয়ং প্রার্থীও। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়।

মদন মিত্র ঢুকতেই বোমাবৃষ্টি, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ভাটপাড়ায় আক্রান্ত হলেন প্রার্থীও

এসব দেখেই কাঁকিনাড়া হাইস্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। সেই বচসা মিটতে না মিটতেই আক্রান্ত হন মদন মিত্র। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। ইটবৃষ্টি হয়। বাধা দিতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

[আরও পড়ুন:ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা ][আরও পড়ুন:ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা ]

এদিন বারবার কাঁকিনাড়া হাইস্কুলে বুথ পরিদর্শন গেলে ক্ষুব্ধ হয়ে পড়েন সাধারণ ভোটাররা। অভিযোগ, প্রার্থী এতবার বুথ পরিদর্শনে আসায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ফলে মদন মিত্রকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন ভোটাররা। তা নিয়েই পরিস্থিতি চরমে পৌঁছয়।
মদন মিত্রের উপর চড়াও হন একদল উত্তেজিত জনতা। তাঁকে উদ্দেশ্য করে 'চোর', 'গো ব্যাক' স্লোগান তোলা হয়। তৃণমূল প্রার্থীকে রক্ষা করতে গেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় জনতার। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায়। তৃণমূলের অভিযোগ, বহিরাগতরা এসে বোমাবাজি চালাচ্ছে। রীতিমতো পরিকল্পনা করে এই বোমাবাজির ঘটনা ঘটানাো হয়েছে।

এরপর নিজেই ভোটারদের শান্ত করে বুথ থেকে বেরিয়ে যান মদন মিত্র। আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে ভোট শুরু হয়। কিন্তু বোমাবাজির প্রকোপ বাড়তেই থাকে। মোট কথা, ভরদুপুরে উপনির্বাচন ঘিরে ভাটপড়ার পরিস্থিতি ভয়া

[আরও পড়ুন:খাস উত্তর কলকাতায় ভোটকেন্দ্রের অদূরে বোমাবাজি, আতঙ্ক-তরজা][আরও পড়ুন:খাস উত্তর কলকাতায় ভোটকেন্দ্রের অদূরে বোমাবাজি, আতঙ্ক-তরজা]

English summary
Vatpara is unrest during by election after Madan Mitra appearance. BJP and TMC alleges against each other
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X